শুক্রবার, ০৫ আগস্ট, ২০২২, ০২:০৭:৩৪

'বাজরঙ্গি ভাইজান' সিক্যুয়েলের শুটিংয়ের শুরুতেই চমক দিলেন সালমান

'বাজরঙ্গি ভাইজান' সিক্যুয়েলের শুটিংয়ের শুরুতেই চমক দিলেন সালমান

বিনোদন ডেস্ক: অপেক্ষার অবসান। শুরু সালমান খানের বাজরঙ্গি ভাইজান সিক্যুয়েলের শুটিং। আর 'বাজরঙ্গি ভাইজান' সিক্যুয়েলের শুটিংয়ের শুরুতেই চমক দিলেন সালমান। বিশ্বের সবচেয়ে খুদে গায়কের সঙ্গে সালমান সেরে ফেললেন এই ছবির শুটিং।

সালমানের নতুন বাজরঙ্গি ভাইজানের নতুন চমক হল খুদে গায়ক আবদুর রোজিক। সে তাজিকিস্তানের বাসিন্দা। খুদে হলেও, তার গায়কি বড় বড় গায়ককে চ্যালেঞ্জ ছুঁড়তে পারে। ইন্টারনেটের হাত ধরে ভাইরাল হয় এই খুদে গায়ক। আর এখন তো এক নামেই সবাই চেনে রোজিককে। 

সালমানের সঙ্গে কাজ করে দারুণ আপ্লুত রোজিক। অন্যদিকে, সালমানও একেবারে ফ্যান হয়ে গিয়েছেন তার। ‘বাহুবলি’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলির আর আর আর-এর প্রচারের মাঝেই সালমান জানিয়েছিলেন, খুব শীঘ্রই শুরু হবে ‘বাজরঙ্গি ভাইজান’ ছবির সিক্যুয়েলের শুটিং। ইতিমধ্যে চিত্রনাট্যও লেখা হয়ে গিয়েছে। 

পরিচালক রাজা মৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র এই ছবির চিত্রনাট্য লিখবেন। যিনি আগের ছবিটিরও চিত্রনাট্যকার ছিলেন। ছবির প্রচারে এসে সালমান জানিয়ে ছিলেন, ‘বাজরঙ্গি ভাইজান শুধুমাত্র এদেশেই ব্যবসা করেছে ৩০০ কোটি টাকা। সিনেপ্রেমীরা খুব পছন্দ করেছিল ছবিটিকে। আমাদের বহুদিন ধরেই পরিকল্পনা ছিল এটা নিয়ে সিক্যুয়েল করার।’

নতুন ছবির গল্প কোন দিকে যাবে তা নিয়ে খুব একটা কিছু বলতে চাননি সালমান। শুধু জানিয়েছেন, সিক্যুয়েলেও থাকবে চমক। এই ছবিতেও দেখা যাবে সীমান্তের গল্প। তবে ছবিতে সালমান ছাড়া আর কাকে দেখা যাবে তা নিয়ে আপাতত কিছুই বলতে চাননি সালমান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে