রবিবার, ০৭ আগস্ট, ২০২২, ১০:০৩:০৯

এবার নিশানায় শাহরুখ খান!

এবার নিশানায় শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : কমাল রশিদ খান এবং বিতর্ক একে অন্যের পরিপূরক। নিজের মতামত নিয়ে বরাবরই স্পষ্ট তিনি। এক দিকে তিন খানের রাজত্ব আর অন্য দিকে ‘কেআরকে’।কয়েক দিন আগেই ‘লাল সিং চড্ডা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেতা। 

নেতিবাচক প্রচার করছেন স্বয়ং ছবির টিম-সদস্যরা, এমনটাই জানিয়ে ছিলেন কমাল রশিদ খান।এবার তাঁর নিশানায় শাহরুখ খান। কেআকে-র মতে, রাজেশ খন্না, অমিতাভ বচ্চনের নখের যোগ্যও নন 'বাদশা'। 

কেআরকে লেখেন , ‘ভাইটি আপনি রাজেশ খন্না সাহেবের ১০ শতাংশও নন, আর অমিতাভ বচ্চনের ৫ শতাংশও নন। কোন স্টারডমের কথা বলেন আপনি?’

খানেদের সঙ্গে কি তাঁর শত্রুতা রয়েছে? আসলে, শাহরুখ, সলমন, আমিরের 'অহংকার' মোটে পছন্দ নয় তাঁর। স্বয়ং সৃষ্টিকর্তাও তা পছন্দ করেন না। সেই জন্য একের পর এক ফ্লপ তাঁদের ঝুলিতে। এমনটাই দাবি কেআরকে-র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে