বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন কীভাবে একসময় ভেঙে পড়েছিলেন তিনি। বারবার ভাবতেন নিজেকে শেষ করে দেওয়ার কথা। এমনকী অভিনেত্রী এটাও জানিয়েছিলেন এই জার্নিতে তিনি পাশে পেয়েছিলেন পরিবারকে। বিশেষ করে মাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের এই নিয়ে কথা বলেন দীপিকা। তাকে বলতে শোনা গেল, ‘হঠাৎ করেই এটা হয়েছিল। আমি ক্যারিয়ারের বেশ উপরেই ছিলাম তখন। সব কিছু ঠিকঠাক চলছিল। কোনও কারণই ছিল না। আমি নিজেও জানতাম না কেন ওরকম ফিল করছি।’
অভিনেত্রী জানালেন, ‘কোনও কারণ ছাড়া কাঁদতে শুরু করতাম। এমন দিনও গিয়েছে যখন আমি ঘুম থেকেই উঠতে চাইতাম না। কারণ আমার মনে হত ঘুমিয়ে থাকলেই এটা থেকে বাঁচা সম্ভব। আমি বারবার ভাবতেন নিজেকে শেষ করে দিতে।’
তবে সেই সময় প্রথম তিনি পাশে পেয়েছিলেন মাকে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীপিকা জানান, ‘আমার পরিবার বেঙ্গালুরুতে থাকে। আমার কাছেও এসে থাকে। বাড়ির সবাই এলে আর পাঁচটা মানুষের মতো আমিও নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করতাম।’
তিনি বলেন, ‘মনে আছে একদিন যখন মা-বাবা ফিরে যাচ্ছিল, আমি কেঁদে ফেলি। মা আমাকে জিজ্ঞেস করে কেন কাঁদছি। সেই প্রশ্নগুলোই করতে থাকে যা স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের মাথায় আসে, বয়ফ্রেন্ডের সমস্যা, কাজের সমস্যা? আমার কাছে সেসবের কোনও উত্তর ছিল না। মা তখনই বুঝে গিয়েছিল কোনও একটা সমস্যা হচ্ছে।’ সূত্র : হিন্দুস্তান টাইমস