বিনোদন ডেস্ক : মুম্বই এয়ারপোর্ট থেকে বেরনোর সময় আচমকাই রেগে আগুন শাহরুখ খান! রবিবার ধীর, স্থির, সৌম্য স্বভাবের তারকা হঠাৎ ফুঁসে উঠলেন। কিন্তু, কেন? আসলে এদিন মুম্বই বিমানবন্দরে জবরদস্তি তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন এক অনুরাগী।
কাণ্ড দেখে বেজায় চটে যান শাহরুখ (Shah Rukh Khan)। এদিন অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর দিদি শেহনাজ লালারুখ খান (Shehnaz Lalarukh Khan), ছেলে আরিয়ান (Aryan Khan) এবং আব্রাম খান (AbRam Khan)।
নিরাপত্তার ঘেরাটোপে বাইরে বেরিয়ে আসছিলেন অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যরা। ক'রোনাকালে শারীরিক দূরত্ববিধি মেনেই একে একে বাইরে আসছিলেন তাঁরা। এই সময়েই বিপত্তি!
খুব তাড়াতাড়ি শাহরুখ খানের পাশে চলে আসেন এক ভক্ত। অভিনেতার হাত টেনে ধরে সেলফি তোলার চেষ্টা করেন। আকস্মিক এই ঘটনায় চমকে ওঠেন কিং খান। এক ঝটকায় হাত ছাড়িয়ে নেন তিনি। চোখেমুখে ফুটে ওঠে রাগের অভিব্যক্তি।
কিন্তু, তড়িঘড়ি বাবার পাশে চলে যান ছেলে আরিয়ান। ঠাণ্ডা মাথায় গোটা পরিস্থিতি সামলান তিনি। শান্ত করেন শাহরুখ খানকে। এরপর নিজে দায়িত্ব নিয়ে বাবা, পিসি এবং ভাইকে আগলে গাড়িতে তোলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। শাহরুখ ভক্তরাও এদিন ওই ব্যক্তির কাণ্ড দেখে চমকে উঠেছেন। প্রতিবাদও করেছেন অনেকেই। নেটিজেনদের দাবি, এহেন কাণ্ড ঘটানো মোটেই সঠিক নয়। বলিউডের মহাতারকার হাত ধরে টানাটানি করাটা বেশ অপমানজনক বলেও দাবি করেছেন কিছুজন।
এক নেটিজেনের কথায়, "সেলফি তোলার ইচ্ছে হলে অনুরোধ করা যেত। এই ধরনের অভব্য আচরণ করার মানে কী?" অপর নেটিজেন লেখেন, "আরিয়ান পরিস্থিতি সামলে আমার হৃদয় জিতে নিয়েছেন। কী ঠাণ্ডা মাথায় শাহরুখ খানকে শান্ত করলেন উনি!" বলাবাহুল্য, এদিন আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটপাড়া।-এই সময়