সোমবার, ০৮ আগস্ট, ২০২২, ০৩:০১:০১

পরিবারের সেই অসহায়ত্বের কথা বলতে গিয়ে কাঁদলেন আমির খান

পরিবারের সেই অসহায়ত্বের কথা বলতে গিয়ে কাঁদলেন আমির খান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। যশ, খ্যাতি, অর্থ কোনো কিছুতেই কমতি নেই তার। তবে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর জীবনের শুরুটা এত সহজ ছিলো না। পরিবারের সেই অসহায়ত্বের কথা বলতে গিয়ে কাঁদলেন আমির খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্কুলে থাকার সময় তার ও তার ভাইবোনদের বেতন দিতে দেরি হতো। আর এ নিয়ে কতটা ভয়ে ভয়ে থাকতেন। আমির বলেছিলেন সেই ৮টা বছরের কথা। যখন তাদের পরিবারের খুব টানাটানি চলছিল। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেতো। 

আমির জানান, তাদের স্কুলের ফি ছিল কিছুটা এরকম-ক্লাস সিক্সে ৬ টাকা, সেভেনে ৭ টাকা, ক্লাস এইটে ৮ টাকা। তা সত্ত্বেও আমির ও তার ভাইবোনরা ‘সময়ে বেতন দিতে পারতেন না’। এক-দুবার সাবধান করে দেওয়ার পর, প্রিন্সিপাল তাদের নাম ঘোষণা করে দিতো অ্যাসেম্বলিতে, গোটা স্কুলের সামনে। এই কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন আমির।

চার বছর পর ‘লাল সিং চাড্ডা’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমির খান। ১৯৯৪ সালে অস্কার পাওয়া ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেকটি নিয়ে প্রথম থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে ছবি মুক্তির আগে থেকেই ভারতের কিছু ডানপন্তি সংগঠন এই সিনেমা বয়কট করার ডাক দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে