বিনোদন ডেস্ক: দুইবছর হল সম্পর্কে আছেন ৩৭ বছর বয়সি অর্জুন কাপূর আর বছর ৪৮ বছরের মালাইকা অরোরা। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও তাদের প্রেমঘন কথোপকথনের মুহূর্ত বহু বার প্রকাশ্যে এসেছে। তবে এখনও তাদের একসঙ্গে থাকার পরিকল্পনার কথা জানা যায়নি।
করণের সঙ্গে কফির আড্ডায় বড়ই হতাশ করলেন অর্জুন। মালাইকার সঙ্গে বিয়েটা হচ্ছে কবে? ‘এক ভিলেন রিটার্নস’ অভিনেতাকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক করণ জোহর। তার উত্তরে করণকে অর্জুন বললেন, ‘‘এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। কেরিয়ারে মন দিতে চাইছি।’’
অর্জুন জানান, তিনি খুব বাস্তববাদী। বললেন, ‘‘আমি আর্থিক স্থিতির কথা বলছি না, আবেগের কথা বলছি। আমি এমন কাজ করতে চাই যা নিজেকে খুশি করে। কারণ আমি যদি খুশি থাকি তবেই আমি আমার সঙ্গীকে খুশি রাখতে পারব। সুখী হতে চাই। অনুভব করি, আমার অনেক সুখ আমার কাজ থেকে আসে।’’
অর্জুন সেই পর্বে উল্লেখ করলেন, তিনি মালাইকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার পরিবারকেও একটু সময় দিতে চাইছেন। অতএব, এখনই বিয়ের সানাই বাজছে না। আদৌ কি বাজবে, সে নিয়েও স্পষ্ট করে কিছুই জানালেন না তারকা-যুগল।