বিনোদন ডেস্ক: নির্ধারিত সময়ের মাত্র ১৭ দিন আগেই মা হয়েছেন পরীমণি। বুধবার সন্ধ্যায় ঢাকার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সদ্যোজাত এবং মা দুজনেই সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি শেয়ার করলেন পরীমণি।
সন্তান জন্মের বহু আগেই তার নাম ঠিক করে রেখেছিলেন পরীমণি। সেই মতো সন্তানের নাম রেখেছেন রাজ্য। পরীমণি ছবি শেয়ার করে সন্তানকে ‘রাজপুত্র’ বলে উল্লেখ করেন। সদ্যোজাত ছেলের জন্য মা পরীমণির নতুন বার্তায় লেখেন, “তুমি আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।”
গত বছর ১৭ অক্টোবরই শরিফুল রাজের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছিলেন পরী। বিয়ের খবর খুব একটা প্রকাশ্যে আসেনি। তবে অভিনেত্রীর অ'ন্তঃ'স'ত্ত্বা হওয়ার খবর রটতেই বিয়ের ব্যাপারটি সামনে আসে। তাই চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশ্যে জাঁকজমক করে বিয়ে সারেন পরী ও রাজ।
পরীমণি তখন জানিয়েছিলেন, “আসলে গত বছরের বিয়ের অনুষ্ঠান তেমন জাঁকজমকপূর্ণ ছিল না। তাই এবারটা একেবারে বরবউ সেজে করেছি।” সংবাদমাধ্যমের কাছে একই কথা বলেন তার স্বামী অভিনেতা রাজও।