বিনোদন ডেস্ক: বিগ বাজেটের ওয়েব সিরিজ নিয়ে আসছেন নিপা আহমেদ রিয়েলি। মুক্তির অপেক্ষায় ‘নেটওয়ার্ক’ নামে সিরিজটি। বৃহস্পতিবার (১১ আগস্ট) সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করা নিপা নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
সেখানে দেখা যায়, পুলিশের পিকআপ ভ্যানে রিয়েলিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। নিপা বলেন, ‘পরিচালক সৈয়দ নাসির স্যারের দারুণ একটি নির্মাণ ‘নেটওয়ার্ক’। ক্যারিয়ারের শুরুর দিকেই এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজের সুযোগ পেয়ে আমি অভিভূত। এরই মধ্যে সিরিজের দুটি সিজন শেষ হয়েছে। সামনে দর্শক এটি দেখতে পাবেন।’
চরিত্র সম্পর্কে নিপা বলেন, ‘এখানে আমি বেগম চরিত্রে অভিনয় করেছি। গল্পে আমি মস্ত বড় মা'ফিয়া ডন। এমন কোনো খারাপ কাজ নেই যা আমি করি না। এক কথায় ভ'য়ং'কর একটি চরিত্র রূপদান করেছি। একটি মেয়ের মা'ফিয়া হয়ে ওঠার গল্প সিরিজটিতে দর্শক দেখতে পাবেন। সিরিজে আমাকে গ্রে'প্তারের একটি দৃশ্য থেকেই ছবিগুলো পোস্ট করেছি।’
‘নেটওয়ার্ক’-এ নিপার বিপরীতে অভিনয় করেছেন সাঞ্জু জন ও সাজ্জাদ হোসেন। এছাড়া অভিনয় করেছেন নওশাবা, উজ্জল কবির হিমু, রাশেদ মামুন অপু, রাহা তানহা খানসহ একঝাঁক শিল্পী। বাংলাদেশ, ভারত ও মায়ানমারের ক্রা'ইম জোন নিয়ে ‘নেটওয়ার্ক’র গল্প।