বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর চিত্রনায়িকা মাহিয়া মাহির সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার নাম 'আশীর্বাদ'। তবে তার আগেই সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ঢালিউড নায়িকা।
মাহির ওপর এতোটাই ক্ষুব্ধ প্রযোজক জেনিফার যে, তাকে ছাড়াই বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেন তিনি।
জেনিফারের অভিযোগ ছিল, নায়িকা মাহি নাকি শুটিংয়ের সময় নারকেল তেল চেয়ে না পাওয়ায় শুটিং করতে চাননি এবং এ ঘটনায় একজন প্রোডাকশন বয়কে নাকি তিনি শুটিং সেট থেকে বের করে দিতে বাধ্য করেছিলেন।
এ ঘটনার পর থেকেই প্রযোজকের সঙ্গে দূরত্ব বাড়ে মাহির। বিষয়টি নিয়ে এতোদিন চুপ ছিলেন মাহি। কিন্তু বৃহস্পতিবার সংবাদসম্মেলনে তাকে ছাড়া সিনেমা মুক্তির দিন ঘোষণায় মনক্ষুণ্ন হয়েছেন মাহি। এবার এ বিষয়ে মুখ খুললেন তিনি।
প্রযোজকের নারিকেল তেল বিষয়ক অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন মাহি। নায়িকা বলেন, ‘বিষয়টি পুরোটাই মিথ্যা। সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুটিং করছিলাম। শুটিংয়ের কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এর কিছুক্ষণ পরেই আমাদের শট ছিল মাঠে। বৃষ্টির কারণে মাঠ অনেকটাই ভেজা ছিল।’
তিনি বলেন, ‘সেই অবস্থায় শুটিং করতে গিয়ে আমার এলার্জির কারণে শরীরে চুলকানি শুরু হয়। আমি তখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে কাপড় বদলাই। আমাদের প্রোডাকশনে মেয়ে বলতে আমরা দুজনই ছিলাম। কাউকে তেমনভাবে কিছু বলতেও পারছিলাম না।’
মাহি বলেন, ‘এমন অবস্থায় আমার সহকারী বলল নারিকেল তেল দিতে। কিন্তু আশাপাশে তেমন কোনো দোকান ছিল না। বেশ বেকায়দায় পড়ে যাই। তখন বেশ কয়েকবার আমার সহকারী সেই প্রোডাকশন বয়কে একটু তেলের ব্যবস্থা করে দিতে বললে সে রেগে যায়। বলে, ম্যাডামের জন্য আগে গরুর মাংসের ব্যবস্থা করি, তারপর অন্য সব।’
নায়িকা বলেন, ‘একটা মানুষ মারা যাচ্ছে আর অন্যজন গরুর মাংস খাবে, সেটা কী করে হয়? মানবতা বলতেও তো একটা কথা থাকে। শুধু আমি নই, আমাদের অনেক আর্টিস্টদের কোনো সম্মান করা হয়নি শুটিং সেটে। এই সিনেমার নির্মাতা সব কিছু জানেন শুটিংয়ে কী হয়েছে। তিনি যদি বলেন আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য, তবে আমি সব মাথা পেতে নেব।’
সিনেমা মুক্তির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করে মাহি বলেন, ‘কিছুদিন আগে এক সাংবাদিক আমাকে কল দিয়ে সিনেমাটি মুক্তির তারিখ বললেন। তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কারণ আমি ছবির নায়িকা, অথচ সেটির মুক্তির ব্যাপারে আমিই কিছু জানি না।’