শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ০৫:৩২:২৭

বক্স অফিসে গড়বড়, দর্শকদের যে অনুরোধ করলেন কারিনা

বক্স অফিসে গড়বড়, দর্শকদের যে অনুরোধ করলেন কারিনা

বিনোদন ডেস্ক: দুই পার হয়ে গেলেও 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে গড়বড় করে বসেছে। গত ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। 

সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবি। ১৮০ কোটি টাকার সিনেমাটি দুই দিনে আয় ১৮ কোটি। এই সিনেমা দেখতে মাত্র ১২-২০ শতাংশ দর্শক হলে আসছে। এমন পরিস্থিতিতে দর্শকদের যে অনুরোধ করলেন কারিনা কাপুর।

অভিনেত্রী বলেছিলেন, 'প্রত্যেকটি মানুষের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, তাই দর্শক মহলের ভালো-খারাপ মিশ্র প্রতিক্রিয়া আসবেই, কিন্তু বয়কট করার ছবিকে বয়কট করুন, ভালো ছবিকে নয়। আমি চাই মানুষ আমাকে এবং আমিরকে পর্দায় দেখুক।' 

কারিনা বলেন, ‘তিন বছর হয়ে গিয়েছে, আমরা এই দিনটার অপেক্ষা করছিলাম। সুতরাং, দয়া করে এই ছবিটি বয়কট করবেন না, কারণ এটি আসলে ভালো সিনেমা বয়কট করার মতো না। সকলে এটার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমরা আড়াই বছর ধরে এই ছবির জন্য ২৫০ জন মিলে কাজ করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে