রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ০১:৫৯:১৩

যে কারণে স্কুলের গন্ডি পার করতে পারেননি আলিয়া

যে কারণে স্কুলের গন্ডি পার করতে পারেননি আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম আলিয়া ভাট। বলিউডের ক্ষমতাশীল ভাট পরিবারের মেয়ে তিনি। নিজের অভিনয়শৈলী দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। 

তবে এই অভিনেত্রীর জীবনে চমকে দেবার মতো একটি বিষয় রয়েছে, যা অনেকেরই অজানা। আর তা হলো আলিয়া আসলে দশম শ্রেণি পাশ! পরীক্ষায় ৭১ শতাংশ নাম্বার পেয়েও উচ্চশিক্ষা অসমাপ্তই রয়ে গেছে আলিয়ার! কিন্তু কেন?

এক সাক্ষাৎকারে স্কুলের গন্ডি পার করতে না পারার কারণ জানালেন আলিয়া। বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানসহ পরিবারের সকলেই সিনেমা জগতের মানুষ। তাই মাত্র আড়াই বছর বয়স থেকেই আলিয়ার ইচ্ছে ছিল অভিনয় জগতে আসবেন। সেটিই তার একমাত্র জায়গা। অবশেষে বলিউডকেই নিজের ঠিকানা বানালেন আলিয়া।  

নিজের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আলিয়া জানান, যমনাবাই নরসি স্কুলে পড়তেন তিনি কিন্তু বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে তার পরিবারের সদস্যরাও কোনওরকম চাপ প্রয়োগ করেনি। তারাও আলিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, যা তাকে অনেকটা নির্ভর করেছে নিজের ক্যারিয়ারের দিকে অগ্রসর হতে। 

তবে শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, বই পড়তে খুব ভালোবাসেন এই অভিনেত্রী। নিজের অবসর সময়ে অনেক বই পড়েন বলেও জানান তিনি। এ বছরের ১৪ এপ্রিল বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। আর পড়ুন: আমার পরিবারে আমিই প্রথম ক্লাস টেন পাশ করেছি: রণবীর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে