বিনোদন ডেস্ক: পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশী কেতন কক্করের নামে বছরের শুরুতে মামলা করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এক সাক্ষাৎকারে ‘ভাইজান’র বিরুদ্ধে কেতন আপত্তিকর মন্তব্য করায় মামলাটি করেছিলেন তিনি।
তবে সালমানের সেই আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের সিটি সিভিল কোর্ট। এই রায়ের বিরুদ্ধেই মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন সালমান খান। মা'নহা'নির সঙ্গে এবার প্রতিবেশীর বিরু'দ্ধে সাম্প্র'দায়িক উস'কানির অভিযোগও এনেছেন তিনি।
সালমানের আইনজীবীর রবি কদম ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, প্রতিবেশী কেতন সালমানের খামারবাড়ির পাশে জমি নেওয়ার চেষ্টা করেছিলেন। জমির লেনদেন অবৈধ হওয়ায় বারবার তা বাতিল করা হচ্ছিল। যে কারণে তিনি সালমান ও তার পরিবারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলতে শুরু করেন।
মুম্বাই হাইকোর্টের মানহানির পাশাপাশি কেতন কক্করের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক কাজকর্মের অভিযোগ আনা হয়েছে। সালমান ও কেতনের আইনজীবীর মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর আগামী ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, সালমানের ফার্মহাউজটি অবস্থিত মুম্বাই থেকে কিছুটা দূরে পানভেলে। পাহাড়ি ওই এলাকায় বিশাল জায়গা নিয়ে ফার্মহাউজ বানিয়েছেন সাল্লু। নাম দিয়েছেন বোনের নামে- ‘অর্পিতা ফার্মস’। সেই ফার্মহাউজের কাছের একটি জমির মালিক কেতন।
একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতার নামে মানহানিকর কথা বলেন তিনি। কেতন দাবি করেন, পানভেলের ফার্ম হাউসে প্রকাশ্যে বেআইনি কার্যকলাপ ঘটে। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন সালমান।