রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ০৩:১৮:২৬

ডুবতে ডুবতে আমির ভেসে উঠলেও, পারলেন না অক্ষয় কুমার

ডুবতে ডুবতে আমির ভেসে উঠলেও, পারলেন না অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক: আমির খানের 'লাল সিংহ চাড্ডা' তৃতীয় দিনে কিছুটা সামলে নিলেও রক্ষা পেল না অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পারেনি ছবির বিষয়বস্তু। ডুবতে ডুবতে আমির খান ভেসে উঠলেও, শেষ পর্যন্ত পারলেন না অক্ষয় কুমার।

তৃতীয় দিনে বক্স অফিসের সংগ্রহে মাত্র ৫.৭৫ কোটি টাকা। উল্টো, আনন্দ এল রাই পরিচালিত 'রক্ষা বন্ধন' জনরোষের কারণ হয়ে উঠেছে। ভারতীয় সমাজব্যবস্থা, ব'র্ণবি'দ্বেষ, প'ণপ্র'থা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেরাই বি'পদে পড়েছেন নির্মাতারা।

সমীক্ষা বলছে, হিন্দিভাষী রাজ্য যেমন উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানে 'রক্ষা বন্ধন' চলছে ভাল। তবে মুম্বাই, পুণে, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে এ ছবি নিয়ে মানুষের তেমন আগ্রহ নেই। শুক্রবার এবং শনিবার গুজরাত থেকেও তেমন আয় করেনি এই ছবি।

এ হেন ছবি ঘিরে প্রথম যে প্রতিবাদ উঠছে তা হল, এটি একটি পিছিয়ে পড়া ছবি। রক্ষণশীল সমাজ, লিঙ্গবৈ'ষম্য, পণপ্রথার মতো অন্ধকার দিকগুলোকে পুনরুজ্জীবিত করছে, উৎসাহিত করছে এই ছবি এমনটাই দাবি নিন্দুকদের। তাই এই ছবি বয়কট করার ডাক দিয়েছেন অনেকে।

অন্যদিকে, ১৩০০ শো বাতিলের পরেও তৃতীয় দিনে কিছুটা টেনে দিল ‘লাল সিংহ চাড্ডা’। সামনে ১৫ অগস্ট যদিও চিন্তায় ফেলছে। সব মিলিয়ে ঝুলিতে ২৭.৭১ কোটি টাকা। শনিবার ছবির সংগ্রহে ৮.৭৫ কোটি টাকা। যা আগের তুলনায় ২০ শতাংশ বেশি।

অঙ্কটা ৪০ শতাংশ হলে কিছুটা পুষিয়ে যেত। তবু এই গ্রাফ বাড়তেও বিষয়টা নজরে আনলেন তরণ আদর্শের মতো চলচ্চিত্র বাণিজ্য বিশারদরা। সব মিলিয়ে এখন অদ্বৈত চন্দন পরিচালিত ছবির আয় ২৭.৭১ কোটি টাকা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে লাল সিংহ চাড্ডা দিল্লি, উত্তরপ্রদেশ এবং পূর্ব পাঞ্জাব থেকেই মূলত ৪০ শতাংশ আয় হচ্ছে ছবির। অন্য দিকে মহারাষ্ট্র, গুজরাতের প্রতিক্রিয়া সম্পূর্ণ বিপরীত। বহু মানুষ একযোগে সিদ্ধান্ত নিয়ে এ ছবি বয়কট করেছেন বলে জানা গিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে