বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। আগামী বছর মুক্তি পেতে চলেছে তাঁর তিন তিনটে ছবি। তারমধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছবি অ্যাটলির ‘জওয়ান’। শাহরুখের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও সানিয়া মালহোত্রা।
অ্যাকশনে ভরপুর এই ছবির ফার্স্টলুক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা শাহরুখকে দেখে চেনা দায়। বোঝাই যাচ্ছে যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি। ছবির নায়ক শাহরুখের সঙ্গে চ'র'ম সংঘা'তে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি দেখা যাবে বিজয়কে। অবশেষে সামনে এলো সত্যিটা। বিজয়ের ম্যানেজার ফাঁস করলেন আসল তথ্য। শাহরুখের জওয়ানে নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। বেশে কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল এই জল্পনা।
অবশেষে বিজয়ের ম্যানেজার যুবরাজ জানালেন যে অ্যাটলির ছবি জওয়ানে শাহরুখের সঙ্গে জীবন ম'র'ণ সং'ঘাতে দেখা যাবে বিজয়কে। তবে এর পাশাপাশিই শোনা যাচ্ছিল যে, জওয়ান ছাড়াও আরও একটি তেলগু ছবিতে মুখ্য নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি।
তার ম্যানেজার যুবরাজ ট্যুইটারে লেখেন যে, ‘এটা পরিষ্কারভাবে জানানো দরকার যে, বিজয় সেতুপতি স্যার শাহরুখ খান স্যারের জওয়ান ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন কিন্তু তিনি অন্য আর কোনও তেলগু ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন না।’