সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১১:৩৩:৩২

যা এখনও বিশ্বাস হচ্ছে না নায়িকা পরীমণির!

যা এখনও বিশ্বাস হচ্ছে না নায়িকা পরীমণির!

বিনোদন ডেস্ক : পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। 

ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। তবে নায়িকার এখনও বিশ্বাস হচ্ছে না তার সন্তান পৃথিবীতে এসেছে। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!

এ প্রসঙ্গে রাজ্যর বাবা অভিনেতা শরিফুল রাজ একটি গণমাধ্যমকে জানান, ‘পরীমণি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনও বিশ্বাস হচ্ছে না, সে মা হয়েছে। তার মনে হয়, স্বপ্ন দেখছে।’

সন্তান জন্মের পর তার সঙ্গে পরীর প্রথম কী কথা হয়েছিল? এ প্রসঙ্গে রাজ বলেন, ‘হাসিমাখা মুখে আমাকে তার (পরী) প্রথম কথা ছিল, এতদিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’

এই অভিনেতা আরও জানান, ‘গত নয়-দশ মাস পরী অনেক কষ্ট করেছে। এতদিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। সে এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় সেলিব্রেট করছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। 

তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে