বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১১:৪৯:২১

কলকাতার ওরা তো চাইবেনই তাদের লাভ : শাকিব খান

কলকাতার ওরা তো চাইবেনই তাদের লাভ : শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক সাকিব খান। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় বর্তমানে অনেক ছবি নির্মিত হচ্ছে। তবে এই যৌথ প্রযোজনার ছবিতে ভারতের শিল্পীরা যে ভাবে সুযোগ সুবিধা পেয়ে আসছে একই ভাবে যাতে বাংলাদেশের শিল্পীরাও পেয়ে থাকেন। এই বিষয় নিয়ে আজ তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। আর সেই স্ট্যাটাসটি এমটি নিউজ২৪-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।

‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান যৌথ প্রযোজনার প্রায় সব ছবিতেই অভিনয় করেছেন বলে যৌথ প্রযোজনার নামে প্রতারণা হলেও সাধারণ শিল্পীরা সাংগঠনিকভাবে রুখে দাঁড়াতে পারেননি— এক সাক্ষাৎকারে অভিনেতা মিজু আহমেদ এমন অভিযোগ করছিলেন।

** বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে এমন অভিযোগের উত্তরে শাকিব খান বললেন, ‘যৌথ প্রযোজনার নীতিমালা পুরোটাই আমার মুখস্থ। যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, তাই অনেক কিছুই আমাকে জানতে হয়। যে ধরনের প্রতারণা আমাদের সঙ্গে হচ্ছে, সেটা আমি শুনেছি। আর কলকাতার ওরা তো চাইবেনই তাদের লাভ হোক। আমাদের বেলায় মাথায় রাখতে হবে, বাংলাদেশের চলচ্চিত্রের কোনটাতে লাভ হয়। আমার ছবি নীতিমালা মেনেই করতে হবে আর এই ছবিতে বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থই ওপরে থাকবে। এসব কারণে কাজটি নাও হতে পারে। আর যদি হয়, আমি কথা দিচ্ছি আমি শুধু অভিনয় করব না, বাংলাদেশের হয়ে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে প্রতিনিধিত্ব করব, দেশের স্বার্থ রক্ষা করব।’

যৌথ প্রযোজনার ছবিতে বাংলাদেশের শিল্পীরা যেন সমান সুযোগ পান এবং এ ধরনের ছবি থেকে বাংলাদেশ যেন লাভবান হয়, সেদিকে নজর রাখার কথাই বললেন শাকিব খান।’
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে