বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খান টিভি অনুষ্ঠানেও সফল। তার সঞ্চালনায় একাধিক অনুষ্ঠান বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘বিগ বস’। এই রিয়্যালিটি শোর জনপ্রিয়তার অন্যতম কারণ সাল্লু।
তাই সঞ্চালনার জন্য বেশ মোটা অংকের অর্থ পান অভিনেতা। ‘বিগ বস’-এর ১৫তম সিজন শেষ হয়েছে গত বছর। সে আসরের জন্য সালমান খান পারিশ্রমিক নিয়েছিলেন ৩৫০ কোটি রুপি। যা ছিল ভারতীয় টিভি অনুষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ।
এবার শুরু হতে যাচ্ছে ‘বিগ বস-১৬’। আর এই আয়োজনে নিজের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছেন ভাইজান। শোনা যাচ্ছে, অনুষ্ঠানটির জন্য ১০০০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন সালমান খান!
পারিশ্রমিক তিনগুণ বাড়ানোর কারণে চিন্তায় পড়ে গেছেন ‘বিগ বস’-এর প্রযোজক-ব্যবস্থাপকরা। শেষ পর্যন্ত কত টাকায় দুই পক্ষ সম্মত হয়, তা জানার অপেক্ষায় দর্শক। নিজেকে নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন অভিনেতা। কয়েক গুণ বেশি নিরাপত্তা বাড়িয়েছেন।
এ কারণে যেকোনো কাজের জন্য বেশি পারিশ্রমিক নিচ্ছেন। কেননা সিনেমায় সালমান নিজেই বিনিয়োগ করেন। তাই সেখান থেকে পারিশ্রমিক হিসেবে তেমন কিছুই পান না। সিনেমায় লাভ না হলে তার ভাগে কিছু আসে না। এজন্য বিজ্ঞাপন ও টিভির কাজ দিয়েই সব পুষিয়ে নেন।