শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ০৩:২৯:১৮

এফডিসিতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার শিকার অরুণা বিশ্বাস!

এফডিসিতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার শিকার অরুণা বিশ্বাস!

বিনোদন ডেস্ক: এফডিসিতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন অরুণা বিশ্বাস! দেশীয় সিনেমার আঁতুড়ঘর খ্যাত এফডিসি থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে।

সেখানে তার দামি মোবাইলসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু ছিল। শুক্রবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই খবরটি দিয়েছেন।

অরুণা জানান, বৃহস্পতিবার (১৮ আগস্ট) একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলেন তিনি। তখনই তার ব্যাগ চুরি হয়ে যায়। 

যেখানে আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পরিচয়পত্র ও বাসার চাবিসহ বিভিন্ন জিনিস ছিল। আরও পড়ুন: মিঠুনের প্রথম স্ত্রী যোগিতা বা শ্রীদেবী নন! সে এখন বিমান সেবিকা!

ঘটনার বর্ণনা দিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘এফডিসির ৭ নম্বর ফ্লোরে তথমন্ত্রণালয় ও এফডিসির যৌথ আয়োজনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা অঞ্জনা আপাকে বলে পাশেই রেখেছিলাম। কথা শেষ করে দেখি ব্যাগ নেই।’

অরুণার মতে, এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণের অবাধ যাতায়াতের কারণেই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। সেই সঙ্গে চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে