শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ০৫:২৮:২৪

অনুপম-পিয়ার বিয়ে ভাঙার নেপথ‍্যে পরমব্রত? যা বললেন অভিনেতা

অনুপম-পিয়ার বিয়ে ভাঙার নেপথ‍্যে পরমব্রত? যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক: গত বছর নভেম্বরে সোশ‍্যাল মিডিয়ায় ঘোষনা করে আলাদা হয়ে গিয়েছিলেন গায়ক তথা সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং পিয়া রায়। তাদের আচমকা সংসার ভাঙার খবরে অবাক হয়েছিলেন সকলেই। 

ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তা খোলসা না করলেও সে সময়ে দুজনের মাঝে তৃতীয় ব‍্যক্তি হিসাবে উঠে এসেছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায়ের নাম। কিন্তু বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি কেউই। গুঞ্জন যদিও ধামাচাপা পড়ার বদলে তলায় তলায় বড়সড় আকার ধারণ করেছিল। 

অবশেষে বিষয়টা নিয়ে সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খুলেছেন পরমব্রত। অনুপম পিয়ার মাঝে তার ভূমিকার কথা স্রেফ 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তার দাবি তিনি সিঙ্গেল‌। পাশাপাশি দুই ব‍্যক্তির মাঝে তৃতীয় ব‍্যক্তিকে টেনে আনার প্রবণতারও তীব্র নিন্দা করলেন পরমব্রত।

অভিনেতা স্পষ্ট বলেন, দুজন মানুষ বিচ্ছেদের কথা ঘোষনা করেছেন। তাদের মাঝে ঝাঁপিয়ে পড়ে তৃতীয় ব‍্যক্তিকে টেনে এনে জল্পনা তৈরি করাটা কাঙ্খিত নয় একেবারেই। প্রথমটা শুনে খুব বিরক্ত হয়েছিলেন তিনি। পুরো গুজবটা অনলাইন নিউজ পোর্টালের কাজ বলেও দাবি করেন পরমব্রত।

তবে, তার নিজের বন্ধুরাই যে এ বিষয়ে কথা বলেছিলেন সংবাদ মাধ‍্যমে? পালটা পরমব্রত বলেন, বন্ধুরা তাঁর সামনে কিছু বলেননি। বললে তিনি তাঁদেরও নিশ্চয়ই বলতেন। যদিও পরে এ বিষয়টা নিয়ে ভাবা বন্ধ করে দেন। শুটিং নিয়ে ব‍্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।

তবে পিয়ার সঙ্গে গভীর বন্ধুত্বের কথা কিন্তু অস্বীকার করেননি পরমব্রত। একসঙ্গে সুন্দরবন, করিমপুরে ত্রাণ দিতে গিয়েছিলেন তারা। সোশ‍্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি শেয়ার করেছেন। কারণ না শেয়ার করার মতো কোনো কারণ খুঁজে পাননি তিনি। তারা শুধুই একে অপরের ভাল বন্ধু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে