বিনোদন ডেস্ক: বড়পর্দার পর এ বার ওটিটি। ‘ইন্ডিয়ান পুলিশ সার্ভিস’-এর হাত ধরে ওয়েবে অভিষেক হতে চলেছে পরিচালক রোহিত শেট্টির। এক দিকে পরিচালকের ওয়েবে হাতেখড়ি নিয়ে চর্চা তুঙ্গে, এর মাঝেই নতুন ঘোষণা করলেন তিনি।
‘গোলমাল’-এর নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। যে ছবির প্রতিটি গল্পই দর্শকের বেশ নজর কাড়ে। রোহিত বলেছেন, “আবারও আসবে গোলমালের নতুন সিজন। হয়তো তা এক বছর পর। তবে এই ছবি তৈরি করতে তিনি সত্যিই ভালবাসেন। যত দিন তিনি ছবি পরিচালনা করবেন তত দিন তিনি গোলমালের গল্পকে এগিয়ে নিয়ে যাবেন।”
এই ধরনের ছবি তৈরি করতে পেরে খুবই খুশি পরিচালক। এত বছরেও তাই ছবি তৈরির প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আনেননি। যদিও ইন্ডাস্ট্রির মধ্যে এসেছে অনেক পরিবর্তন। রোহিত শেট্টি মানেই একের পর এক হিট। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে।