বিনোদন ডেস্ক: বলিউডের চর্চিত জুটি ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। এখনও দাপিয়ে কাজ করে চলেছেন দুই তারকা। অভিনয়ের পাশাপাশি আয়ের আরও অনেক উৎস রয়েছে তাদের। কিন্তু, ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে কে বেশি আয় করেন?
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই। একসঙ্গে ১৫ বছর কাটিয়ে ফেলেছে বি-টাউনের জনপ্রিয় এই দম্পতি। কন্যা আরাধ্যাকে নিয়ে সুখে সংসার করছেন অভিষেক এবং ঐশ্বর্য। আজও বলিউডের 'ইট কাপল' তারা।
বলাবাহুল্য, দুই অভিনেতারই অগাধ সম্পত্তি রয়েছে। তবে কার সম্পত্তির পরিমাণ বেশি? এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। সেই হিসাব করার পালা এবার। বলিউডের 'রয়্যাল' পরিবারের ছেলে অভিষেক বচ্চন। ফলে ব্যবসায়িক বুদ্ধি থাকাটা খুব স্বাভাবিক।
২০০৭ সালে ঐশ্বর্যকে বিয়ের পর স্বাভাবিকভাবেই বচ্চনদের ধনসম্পত্তির পরিমাণ আরও বেড়ে গিয়েছে। বিনোদন দুনিয়া থেকে মোটা টাকা আয় করেন অভিষেক বচ্চন। তার বার্ষিক আয় ২৫ কোটি টাকা।
এদিকে প্রতি ছবির জন্য ঐশ্বরিয়া ১০ থেকে ১২ কোটি টাকা নেন। তবে তার চরিত্র যদি বড় হয়, তবে পারিশ্রমিকের পরিমাণও বেড়ে যায়। ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি।