বিনোদন ডেস্ক: পুরুষকে নয়, নিজেকেই বিয়ে করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী। 'দিয়া অউর বাতি' খ্যাত অভিনেত্রী কনিষ্কা সোনি নিজেকে নিজে বিয়ে করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন। চলছে আলোচনা ও সমালোচনাও।
কিছুদিন আগেই কনিষ্কা তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যেখানে তার গলায় মঙ্গলসূত্র ও সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছিল। এই ছবি পোস্ট হওয়ার পর সকলেই তার বিয়ে হওয়া নিয়ে গুঞ্জন শুরু করে দেয়। তবে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি কারোর সঙ্গে নয় বরং নিজের সঙ্গে বিয়ে করেছেন।
কনিষ্কা নিজেই খোলসা করে জানিয়েছেন যে এই সিদ্ধান্ত তিনি সচেতন মনে নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'নিজের সঙ্গেই বিয়ে করলাম কারণ আমি নিজেই নিজের সব স্বপ্ন পূরণ করি। আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে কোনও পুরুষের দরকার নেই। আমি একাই আনন্দে থাকি।'
কনিষ্কা সোনি আরও লিখেছেন, 'আমি একাই আনন্দে থাকি। আমার গিটার নিয়ে থাকি। আমি দেবী, শক্তিশালী, শিব ও শক্তি দুইই রয়েছে আমার মধ্যে। ধন্যবাদ।' ছবিতে কনিষ্কাকে বেবি পিঙ্ক রঙের টি-শার্ট ও ডেনিম পরে থাকতে দেখা গিয়েছে এবং তিনি নিজের সদ্য বিয়ে হওয়া রূপ দেখাচ্ছেন।
শুধু হিন্দি জগতে নয় বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করেছেন এই টেলিকন্যা। কণিষ্কা নিজের সোশ্যাল মিডিয়ায় জানান তিনি এই মুহূর্তে নিউ ইর্য়কে ঘুরছেন। তবে নিজেকে বিয়ে করার জন্য কনিষ্কাকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে। অনেকেই তাকে সমাজ-সংস্কৃতির প্রতি তিনি অশ্রদ্ধা দেখিয়েছেন বলে জানিয়েছে।
আহমেদাবাদের মেয়ে কণিষ্কা কাজের জন্য মুম্বাই আসেন। তারপর একাধিক ধারাবাহিক কাজ করেন। দিন কয়েক আগে রাজনীতিতেও যোগদান করেন তিনি। রামদাস আটওয়ালের দলের সদস্য তিনি।