শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১০:৪৬:৩৪

নতুন বাড়িতে উঠার আগ মুহূর্তে যা করলেন রণবীর-দীপিকা

নতুন বাড়িতে উঠার আগ মুহূর্তে যা করলেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক : আলিবাগে ২২ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। বেশ কিছু দিন ধরেই এই একটা খবরে সরগরম মায়ানগরী। অবসর পেলে, কিংবা ছুটি কাটাতে ইচ্ছা হলেই চলে যাওয়া যাবে এই বাড়িতে। এটাই মুখ্য উদ্দেশ্য। তবে নতুন বাড়ি নিয়ে কিছুই বলেননি নায়ক-নায়িকা।

নতুন বাড়িতে উঠার আগ মুহূর্তে যা করলেন রণবীর-দীপিকা। সেই প্রমাণই পাওয়া গেল রণবীরের ইনস্টাগ্রামে। হোমের আগুন জ্বলছে। দু’হাত জড়ো করে বসে আছে রণবীর এবং দীপিকা। আরতি করছেন, নারকেল ফাটাচ্ছেন। নিজের বাড়ি তৈরির স্বপ্ন থাকে অনেকেরই। 

সেই স্বপ্নের বাড়ি যখন বাস্তব রূপ নেয়, সেই অনুভূতি একদমই অন্য। রণবীরের ছবি বলে দিল সেই অনুভূতির কথাই। স্বপ্নের বাড়ির দরজা খুলে প্রবেশ করছেন স্বামী-স্ত্রী। জন্মাষ্টমীর দিন নতুন গৃহে প্রবেশ করলেন তাঁরা।

উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। শাহরুখ, সলমন-সহ বলি তারকাদের অনেকেরই বাড়ি আলিবাগে। কিছু দিন আগে শাহরুখ খানের বাড়ির পাশেই ১১৯ কোটি টাকা দিয়ে বড় অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর সিংহ এবং তাঁর বাবা। 

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বান্দ্রার সেই নতুন বাড়িতেই পরিবারকে নিয়ে থাকবেন রণবীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে