বিনোদন ডেস্ক: আলিয়া ভাট শীঘ্রই নিজের নাম পরিবর্তন করে 'আলিয়া ভাট কাপুর' হতে চলেছেন। এই অভিনেত্রী বলেন যে তার পর্দার নাম সর্বদা আলিয়া ভাট হবে, তবে তিনি তার পাসপোর্টসহ অন্যান্য নথিতে নিজের নাম পরিবর্তন করতে চলেছেন এবং তিনি এতে যথেষ্ট খুশি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘মিড ডে’কে এসব কথা বলেন তিনি। আলিয়া বলেন, তিনি বেশ কিছুদিন ধরেই এটি করার পরিকল্পনা করছেন; কিন্তু রণবীরের সঙ্গে তার বিয়ের পর থেকে বহু আন্তর্জাতিক ভ্রমণের কারণে এটি করার সুযোগ পাননি।
অন্যদিকে রণবীর কাপুর বিয়ের পরপরই তার পাসপোর্টে তাৎক্ষণিকভাবে নিজের বৈবাহিক অবস্থা পরিবর্তন করে ফেলেছেন। আলিয়া বলেন, ‘আমরা এখন একটি সন্তান নিতে যাচ্ছি। যখন কাপুররা একসঙ্গে বেড়াতে যাচ্ছে, তখন আমি তাদের সঙ্গে ‘ভাট’ হয়ে থাকতে চাই না। আমি বাদ হয়ে আছি, এমন বোধ করতে চাই না।’
যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তাঁর নাম পরিবর্তন করে আলিয়া ভাট-কাপুর রাখবেন কি না, তিনি ইতিবাচক উত্তর দিয়ে বলেন, ‘আমি আলিয়া ভাট আছি এবং সব সময় থাকব। তবে আমি এখন একজন কাপুরও।’