বিনোদন ডেস্ক: সব দম্পতিই চান অপত্য রেখে যেতে। পিতৃসুখ কিংবা মাতৃসুখ না পেলে জীবন যেন অসম্পূর্ণ। কিন্তু কেউ কি ভাবেন সেই নবজাতকের কথা? যে হয়তো আসতেই চায়নি পৃথিবীতে। সন্তানের জন্ম দিয়ে সে কথাই মনে করিয়ে দিতে চাইলেন অভিনেত্রী সোনম কাপূর অহুজা।
এক জনপ্রিয় বিদেশি ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে সোনমের ছবি বেরিয়েছে সম্প্রতি। তখনও সন্তানস'ম্ভবা সোনম। বোতাম খোলা ঢিলে শার্ট, প্রায় অনাবৃত শরীরে ফোটোশ্যুট। দুই হাতে ছুঁয়ে আছেন ন'মাসের স্ফী'তোদ'র। আর ছবির পাশে প্রচ্ছদে লেখা, ‘পরবর্তী বড় ভূমিকায় সোনম কাপূর অহুজা’।
সেই শুভেচ্ছাবার্তাকেই সঙ্গী করে অবশ্য আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ অহুজা আর তার লন্ডনের সংসার এখন আলোয় আলো। প্রথম বার মাতৃত্বের সুখ পেলেন সোনমও। তবে অন্য এক ভাবনা এসে ছায়া ফেলছে তার মনে।
পত্রিকায় প্রকাশিত নিজের অ'ন্তঃস'ত্ত্বা অবস্থার ছবি ভাগ করে নিয়ে লিখলেন, ‘জীবনে অগ্রাধিকারের কেন্দ্র বদলায়। আমার ধারণা, সন্তানই এখন আমার কাছে সব। কিন্তু সত্যিটা নির্মম। ওরা চায়নি তো পৃথিবীতে আসতে! আমরা নিজেদের সুখের জন্য শিশুদের আনি। এটা খুবই স্বার্থপর সিদ্ধান্ত।’