সোমবার, ২২ আগস্ট, ২০২২, ০১:৪৭:২৬

এটা একটা ভিত্তিহীন খবর : বুবলী

এটা একটা ভিত্তিহীন খবর : বুবলী

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী বুবলী। তার হাতে রয়েছে প্রায় এক ডজনের মতো সিনেমা। চলচ্চিত্র সংশ্লিষ্ট খবরে বরাবরই আলোচনায় থাকেন তিনি। কিন্তু হঠাৎ করেই ভিন্ন খবরে ফের আলোচনায় এলেন বুবলী। 

শোনা যাচ্ছে, নির্মাতা রায়হান রাফির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। এক কান, দুই কান হয়ে এ খবর এখন এফডিসি থেকে মিডিয়াপাড়ায় চাউর হয়ে গেছে। গুঞ্জন না সত্যি তা জানতে সরাসরি কথা হলো বুবলীর সঙ্গে। 

বুবলী বলেন, ‘এটা একটা ভিত্তিহীন খবর। আসলে রাফি ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক খুব পছন্দ করেছে। এ ছাড়া সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে এ ধরনের নিউজ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না তারাই হয়তো এসব ছড়াচ্ছে।’

বুবলী আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি এসব বিষয়ে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা হচ্ছিল না। আমার মনে হয়েছে- এগুলো নিয়ে মন্তব্য করা মানে গুরুত্ব দেওয়া। কিন্তু গুজবের লাগাম না টানলে এগুলো নানা ডালপালা মেলতে পারে। তাই আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলা।’ 

তিনি বলেন, ‘দেখা যায় প্রায়ই কেউ কেউ মনগড়া তথ্য দিয়ে অনেক রকম গুজব ছড়ায়, এটা তারই অংশ। আবার এমনও হতে পারে, অনেক দিন আমাকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে পাচ্ছে না বলেই হয়তো নতুন করে টপিক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের পোর্টাল বা ইউটিউবে কাটতি বাড়ে।’

এদিকে, কথায় আছে- যা রটে তার কিছু তো বটে। বুবলীর ক্ষেত্রেও কি এমন কিছু পাওয়া যাবে। এমনটা জানতে চাইলে বললেন, ‘রাফির সঙ্গে প্রেম- এ ধরনের কথা উঠবেই বা কেন? তেমন কিছু কখনই রটেনি, বিষয়টি রটানো হয়েছে। 

আমি আবারও বলছি বিষয়টি জোর করে রটানো হচ্ছে। খেয়াল করে দেখবেন সূত্রের বরাতের মতো যে শব্দ ব্যবহার করে নিউজগুলো করা হয়েছে, তাতেই স্পষ্ট হয়- এর কোনো ভিত্তি নেই। ন্যূনতম অথেন্টিসিটি তো থাকতে হবে। আসলে একটা চক্র এসব করাচ্ছে।’

বুবলীর কথার সুর ধরেই জানতে চাইলাম তাহলে এই চক্রটা কে বা কারা, সরাসরি বলুন। এবার বুবলী বলেন, ‘আসলে যারা নিউজগুলো ছড়াচ্ছেন তারা কোনো না কোনো ইন্ধন থেকে করছেন। মূলত, আমার ক্যারিয়ারের শুরুতে যারা ব্যাঘাত ঘটাতে চেয়েছেন তারাই কিছুদিন পর পর এ ধরনের গুজব সামনে নিয়ে আসছেন। 

এখন কাজের পারপাসে রাফির সঙ্গে কথা ও মিটিংয়ের জন্য যদি গুজব ছড়ানো হয়- তাহলে তো তার ছবির নায়িকা, যেমন বিদ্যা সিনহা মিম, পূজা চেরী ও মাহিয়া মাহীর সঙ্গেও গুঞ্জন হওয়া উচিত। বরং রায়হান রাফির সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক পোস্টগুলো দেখলেই অনেক কিছু বোঝা যায়- সেখানে আমাকে জড়িয়ে প্রেমের গুঞ্জনের কোনো প্রশ্নই আসে না। কার সঙ্গে হতে পারে সেটাও বোঝা যায়।’- বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে