বিনোদন ডেস্ক: এই মুহুর্তে হাজিরা দিতে পারবেন না। দু'সপ্তাহ সময় চেয়ে নিলেন রণবীর সিং। ফটোশ্যুট নিয়ে রণবীরের বিরুদ্ধে দায়ের হওয়া আফআইআরের ভিত্তিতে ২২ আগস্ট, সোমবার রণবীরকে ডেকে পাঠিয়েছিল মুম্বাই পুলিশ।
তবে সোমবার হাজিরা দেওয়ার পরিবর্তে রণবীর আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। তবে পরবর্তীকালে ঠিক কবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে, তা নিয়ে রণবীরকে ফের সমন পাঠানো হবে বলে জানানো হয়েছে।
গত ১২ আগস্ট, ফটোশ্যুট নিয়ে দায়ের হওয়া মামলায় সমন পৌঁছে দিতে মুম্বাই পুলিশের কর্মকর্তারা রণবীরের বাড়িতে পৌঁছান। মুম্বাইবাসী বেদিকা চৌবে নামে একজন আইনজীবী রণবীরের এই ফটোশ্যুট নিয়ে তার বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ, 'এধরনের ফটোশ্যুট মহিলাদের না'রী'ত্বকে ছোট করেছেন এবং তাদের অনুভূতিকে আ'ঘা'ত করেছেন রণবীর।' শুধু তাই নয় মুম্বাই-ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা রণবীরে বিরুদ্ধে চেম্বুর পুলিশের দ্বারস্থ হয়েছিল। পুলিশ এই দুই অভিযোগের ভিত্তিতে রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায়, যেমন ২৯২, ২৯৩, ৫০৯ এর অধীনে মামলা দায়ের করেছে।