সোমবার, ২২ আগস্ট, ২০২২, ০৫:২১:০৩

তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শাকিব খান

তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। দীর্ঘ নয়মাস প্রবাস জীবন শেষে ১৭ আগস্ট দেশে ফিরেছেন তিনি। কয়েক দিন বিশ্রাম নিয়ে রোববার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করেছেন শাকিব।

এ সময় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে দেখা করার বিষয়টি সামাজিক মাধ্যমে জানান শাকিব খান নিজেই। ড. হাছান মাহমুদও সে সময়কার ছবি ফেসবুকে শেয়ার করেছেন।

তথ্যমন্ত্রীর পোস্টটি শাকিব নিজের ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। আর সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদানের চেক নিতেই তথ্য মন্ত্রণালয়ে যান শাকিব খান। প্রথম কিস্তিতে ৩০ শতাংশের টাকার চেক নেন এই তারকা।

‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। অনুদানপত্রে এই সিনেমার নির্মাতা হিসেবে তরুণ পরিচালক হিমেল আশরাফের নাম জানা যায়। তবে নতুন খবর, এই সিনেমা পরিচালনা করছেন না হিমেল। 

‘মায়া’ পরিচালনার জন্য এরই মধ্যে একাধিক পরিচালকের কাছে প্রস্তাব গেছে শাকিব খানের পক্ষে। প্রস্তাব পেয়েছেন এমন একাধিক পরিচালক জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও এই প্রসঙ্গে শাকিব খান এখনও নিজের অবস্থান পরিষ্কার করেননি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে