সোমবার, ২২ আগস্ট, ২০২২, ০৫:৪৬:১২

আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা স্টাইলে মাতলেন নিউইয়র্কের মেয়র

আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা স্টাইলে মাতলেন নিউইয়র্কের মেয়র

বিনোদন ডেস্ক: গোটা ভারত জুড়ে পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের জনপ্রিয়তা একেবারে শীর্ষে। ভারত ছাড়িয়ে সুদূর নিউ ইয়র্কের মাটিতেও আদর- যত্নের এতটুকু খামতি হল না। স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। 

বিদেশের মাটিতেও পুষ্পা স্টার আল্লু অর্জুনের জয়জয়কার। আল্লু অর্জুনকে নিউইয়র্কে বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসাবে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসই তাঁকে আমন্ত্রন জানিয়েছিলেন। 

ইনস্টা হ্যান্ডেলে তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন লিখেছেন, "নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে আমি আপ্লুত। উনি একজন ভদ্রলোক। আমাকে সম্মান দেওয়ার জন্য আমি গর্বিত।" সোমবার সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। 

জাতীয় পতাকা হাতে প্যারেডে অংশ নিতে দেখা গিয়েছে পুষ্পা খ্যাত সুপারস্টার আল্লু অর্জুনকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন এরিক। 

এই ছবি যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আল্লু অর্জুনের এই ছবি ঘোরাফেরা করছে তেমনই পুষ্পার ‘ম্যা ঝুকেগা নেহি...’ এর তালে খোদ নিউ ইয়র্ক সিটির মেয়রের কোমড় দোলানোর মুহূর্তও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কে অনুষ্ঠিত বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেডেও আল্লুকে দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এলইডি স্ক্রিন লাগিয়ে গোটা অনুষ্ঠানটি দেখানো হয়েছে। পুষ্পা স্টাইলে আল্লু অর্জুনের সঙ্গে মাতলেন নিউইয়র্কের মেয়র। বলিউডে ১০০ কোটির ক্লাব থেকে রাতারাতি হাজার কোটির ক্লাবের তারকা হয়ে উঠেছিলেন আল্লু অর্জুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে