সোমবার, ২২ আগস্ট, ২০২২, ০৫:৫৮:৫৭

ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা শেয়ার করলেন বিজয় ও অনন্যা

ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা শেয়ার করলেন বিজয় ও অনন্যা

বিনোদন ডেস্ক: লাইগারের হাত ধরে বিটাউনের মাটিতে পা রেখেছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা। কিন্তু, বলিউডে এন্ট্রি নিতেই এমন ঘুসি খেলেন যে সারাদিন মাইগ্রেনের যন্ত্রনাতে একপ্রকার ছটফট করে কাটালেন! ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা শেয়ার করলেন বিজয় ও অনন্যা।

প্রসঙ্গত এই মুহূর্তে লাইগারের প্রচারে ব্যস্ত রয়েছেন বিজয় দেবেরাকোণ্ডা আর অনন্যা পাণ্ডে। ছবির প্রচারের ফাঁকে এক সাক্ষাৎকারে এই কথা জানালেন অভিনেতা। ঠিক কী হয়েছিল বিজয়ের সঙ্গে? আসলে বিজয় দেবেরাকোণ্ডার মতোই লাইগার ছবি দিয়ে বলিউডে এন্ট্রি নিয়েছেন বক্সিং লেজেন্ড মাইক টাইসন। 

তার হাতের ঘুষিতেই একেবারে কুপোকাত বিজয়। তার সংযোজন, "আমি যখন ওঁর হাতটা দেখেছিলাম তখনই খুব টেনশন হচ্ছিল। শুধু হাত নয়, পা আর ঘাড় দেখেই তো একেবারে...যখন শ্যুটিং-এর মহড়া চলছিল তখন ভুল করে আমাকে একটা পাঞ্চ মেরেছিল। তারপর সারাদিন আমি মাইগ্রেনের ব্যাথায় কাবু হয়ে গিয়েছিলাম।"

মজার কথা শেয়ার করতে গিয়ে বিজয় আরও বলেন, "যখন শ্যুটিম ফ্লোরে সকলে উপস্থিত তখন প্রোডাকশন টিমের থেকে হঠাৎ বলা হল যে টাইগার স্যার ওনার জুতো খুঁজে পাচ্ছেন না। ওনার পায়ের মাপ ১৪। আমারও পায়ের পাতা যথেষ্ঠ বড়। আমার জুতোর মাপ ১০। কিন্তু ওনার পায়ের মাপের কাছে আমারটা নগন্য মাত্র।"

শুধু লাইগারের অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডাই নন, বক্সিং লেজেন্ড মাইক টাইসনের হাতের ভারে নুইয়ে পড়েছিলেন সিনেমার নায়িকা অনন্যা পাণ্ডে। তার সঙ্গে ঠিক কী হয়েছিল, সেই কথা নিজেই শেয়ার করেছেন বিজয়ের কোস্টার অনন্যা পাণ্ডে।

অভিনেত্রী বলেন, "উনি তো শুধু আমার কাঁধের ওপর হাতটা রেখেছিলেন। আর তাতেই আমি একেবারে... ভগবানের দিব্যি ওনার হাতটা বড় ভারি ছিল। প্রথমে ওনাকে দেখে আমার সত্যি খুব ভয় লেগেছিল। তবে পরে বুঝলাম উনি খুব মিষ্টি। এখন আমরা খুব ভালো বন্ধু।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে