মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১১:০৭:২৫

আমার কাছে এই ছবি নেই কেন? এগুলো এখন আমাকে দাও: শাহরুখ

আমার কাছে এই ছবি নেই কেন? এগুলো এখন আমাকে দাও: শাহরুখ

বিনোদন ডেস্ক: বড় ছেলে আরিয়ান খানের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবিতে তিনি নেই এমনকি ছবিগুলোও তাঁর কাছে নেই, ছেলের ইনস্টাগ্রাম পোস্ট দেখে এমনটাই আক্ষেপ করলেন এই মহাতারকা।  

গতকাল সোমবার (২২ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইবোনদের সঙ্গে তোলা সুন্দর দুটি ছবি শেয়ার করেছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। ছবিতে দুই ভাই-বোনকে জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে শাহরুখ পুত্রকে।

আরিয়ানের সেই পোস্টে শাহরুখ একগুচ্ছ বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখেছেন, ‘আমার কাছে এই ছবি নেই কেন? এগুলো এখন আমাকে দাও। ’ আরও পড়ুন: গুঞ্জনটা সত্য হলো রোনালদোকে নিয়ে!

শাহরুখের মন্তব্যের উত্তরে আরিয়ান লিখেছেন, ‘পরের বার পোস্ট করার সময় আমি সেগুলো আপনার কাছে পাঠাব। সম্ভবত কয়েক বছরের মধ্যে!’

এর আগে আরিয়ানের শেষ পোস্টটি ছিল প্রায় এক বছর আগে। আরিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জিনিস কম রাখেন। খুব কমই কোনও ছবি বা ভিডিও শেয়ার করেন। গত বছর যখন তিনি ‘ড্রা'গ অন ক্রু'জ’ মামলায় জড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কার্যকলাপ আরও কমে যায়।  

ছোটভাই আব্রাম এবং বোন সুহানার সাথে আরিয়ানের পোস্ট করা ছবিতে ইতিমধ্যেই অর্ধ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ‘লাইক’ পড়েছে। মহীপ কাপুরের মতো সেলিব্রিটিরাও পোস্টে হার্ট ইমোজি (ভালোবাসা চিহ্ন) দিয়েছেন। ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান লিখেছেন, ‘তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা। ’ তাঁর বোন সুহানা দ্বিতীয় ছবি থেকে বাদ দেওয়ার জন্য আরিয়ানকে 'ধন্যবাদ' জানিয়েছেন এবং সেই সঙ্গে লিখেছেন 'ভালোবাসি তোমাকে'।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে