বিনোদন ডেস্ক: আগস্টের গোড়ার কথা। পার্থ চ্যাটার্জী-অর্পিতা মুখার্জী কাণ্ডে সরগরম ছিল রাজ্য রাজনীতি। কোটি কোটি টাকার উদ্ধার। অভিনয় দিয়েই যাত্রা শুরু অর্পিতার। কখনও কাজ করেছেন ‘রানি রাসমণি’-খ্যাত রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহার সঙ্গে। কখনও আবার সোহম চক্রবর্তীর সঙ্গে।
সোহম বর্তমানে অভিনেতার পাশাপাশি বিধায়কও বটে। কিন্তু পার্থ-অর্পিতা কাণ্ডের পর কেঁচো খুড়তে বেরিয়ে এলো কেউটে। ভাইরাল হল অর্পিতা আর সোহমের ভিডিও৷ সেই ভিডিওর জেরে পার্থর পর ভাইরাল সোহম-অর্পিতা। যদিও এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন সোহম।
অবশেষে মুখ খুললেন অভিনেতা। সোহম বলেন, ‘‘হ্যাঁ, অনেক দিন আগে একসঙ্গে অভিনয় করেছিলাম। আমার কেরিয়ারের একদম প্রথমের দিকের ছবি। কিন্তু একসঙ্গে অভিনয় করলেও জানা সম্ভব নয়, কে কার ব্যক্তিগত জীবনে কী করছেন৷’’
সোহম আরও জানান ওই ছবিতে তিনি ছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। বাজিমাত ছবির আগে তিনি এই ছবির শ্যুটিং করেন৷ ফলে তার অর্পিতা সম্পর্কে কোনও ধারণাই নেই। যেহেতু অর্পিতা-পার্থর ব্যাপারটা পুরোটাই এখন আইনাধীন, তাই এই নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ অভিনেতা৷