বিনোদন ডেস্ক: অ্যাম্বার হার্ড কি এখন ইলন মাস্কের কাছ থেকে সাহায্যের আশা করছেন? মানহানির মামলায় সাবেক স্বামী জনি ডেপের কাছে গোহারা হেরেছেন অ্যাম্বার। উল্টো ক্ষতিপূরণ দিতে হচ্ছে ১১৬ কোটি টাকা। সেই টাকা একা কী ভাবে দেবেন অভিনেত্রী?
সে নিয়েই শুরু জল্পনা। এ বার কি তবে টেসলার সিইও ইলন মাস্কই ভরসা? জনির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অ্যাম্বার যে মাস্কের সঙ্গে সম্পর্কে ছিলেন তা অনেকেই জানেন। আর পড়ুন: প্রেমে পড়লে উঠতে পারি না, বুড়ি হচ্ছি বোঝা যাচ্ছে: শ্রীলেখা
কেউ কেউ দাবি করেছেন, মাস্কের প্রেমে পড়েই ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ন’ তারকাকে প্রতারণা করেছেন অ্যাম্বার। শোনা যায়, কোটিপতি হার্ডের কন্যা ওনাঘের বাবাও আসলে মাস্ক। শুধু তাই নয়, গুজব রটেছিল, জনি ডেপ মামলার সময় আর্থিক ভাবে সাহায্য করার জন্য ইলন মাস্ককে জোরাজুরি করেছিলেন অ্যাম্বার।
কোটিপতি মাস্ক ডেপকে ক্ষতিপূরণ হিসাবে অন্তত ৮২ কোটি ৬৭ লক্ষ টাকা দিতে পারেন। সূত্রের খবর, অভিনেত্রী এখনও আশা করছেন যে টেসলার মালিক তার আবেদনে সাড়া দেবেন। যে কারণে জনিকে ক্ষতিপূরণ দিতে ইলন মাস্কের স্মরণাপন্ন অ্যাম্বার!