মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ০১:২৯:৫২

ওটিটি কেন এমন করলো? আমির খানের কপালে দুঃখের শেষ নেই!

ওটিটি কেন এমন করলো? আমির খানের কপালে দুঃখের শেষ নেই!

বিনোদন ডেস্ক: হিসাব যা বলছে, বক্স অফিসে সুপার ফ্লপ আমির খানের ‘লাল সিং চাড্ডা’। ট্রেন্ড বলছে, এই ছবি বেশিদিন আর থাকবে না সিনেমা হলে। লাল সিং চাড্ডার কপালে যে এরকম পরিণতি লেখা ছিল তা আন্দাজও করতে পারেননি আমির খান।

তবে আমির খানের কপালে দুঃখের শেষ নেই। ওটিটি কেন এমন করলো? নতুন খবর অনুযায়ী, ওটিটিতেও একেবারে ব্রাত্য ‘লাল সিং চাড্ডা’। নেটফ্লিক্স ও অন্যান্য বড় মাপের ওটিটি সংস্থা কিনতে চাইছে না ‘লাল সিং চাড্ডা’র কপিরাইট। বহুবার মিটিং করার পরেও নাকি ওটিটি সংস্থাকে রাজি করাতে পারেননি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

তা হঠাৎ ওটিটি কেন কিনতে চাইছে না লাল সিং চাড্ডা? প্রথমে মনে করা হচ্ছিল, শুরু থেকেই এই ছবি বিতর্কের মুখে পড়ার ফলে হয়তো ওটিটি থেকে ব্রাত্য হয়েছে ‘লাল সিং চাড্ডা’। তবে সূত্রের খবর অনুযায়ী, বিতর্ক নয়। বরং আমিরের চাহিদা দেখেই পিছু হাঁটছে ওটিটি সংস্থা। আর পড়ুন: পাকিস্তানে হঠাৎই 'ট্রেন্ডিং' মোহাম্মদ আমির!

ঠিক যেমন, নেটফ্লিক্সের কাছে ‘লাল সিং চাড্ডা’র জন্য ১৫০ কোটি টাকা দাবি করেছেন আমির এবং আমির শর্ত রেখেছেন ছবি মুক্তির ৬ মাস পরে যেন ওটিটিতে রিলিজ হয় এই ছবি। আমিরের এই শর্ত ও দাবি মানতে নারাজ নেটফ্লিক্স। শোনা যাচ্ছে, সেই কারণেই আমিরের এই ছবি কিনতে নারাজ নেটফ্লিক্স।

দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষা শেষে বড়পর্দাতে ফিরেও নিজের ক্যারিশ্মা ছড়াতে চূড়ান্ত ব্যর্থ আমির খান। বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে তার বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। শোনা যাচ্ছে, সিনেমা হলে এর আয়ু এক সপ্তাহই। অর্থাৎ পরের সপ্তাহেই বেশিরভাগ প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে ফেলা হতে পারে বিগ বাজেটের এই ছবিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে