বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১১:৪২:২৭

আমার মা রাজ্জাক আংকেলের খুব ভক্ত : শাবনূর

আমার মা রাজ্জাক আংকেলের খুব ভক্ত : শাবনূর

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। এই কিংবদন্তির ৭৫ তম জন্মদিন ২৩ জানুয়ারি। তার জন্মদিনকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনের শিল্পী ও কলাকৌশুলীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এমনকি বিভিন্ন টিভি চ্যানেলও এই গুণী অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

চলচ্চিত্র পাড়ায় জুনিয়র শিল্পীদের কাছে নায়করাজ রাজ্জাক একজন অভিভাবকের মত। জুনিয়ররা তাকে যেমন শ্রদ্ধা করেন, তেমনভাবে রাজ্জাকও সন্তানদের মতই জুনিয়রদের স্নেহ করেন। আর তাই তো নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিনে তার সান্নিধ্য পাওয়া বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা।

শাবনূর বলেন, দীর্ঘ অভিনয়জীবনে রাজ্জাক আংকেলের সঙ্গে অনেক ছবির কাজ করেছি। সেটে তিনি থাকলে খুব ভালো লাগে। নিশ্চিন্ত থাকি। মনে হয়, বাবার সঙ্গে আছি'।

তিনি বলেন, ‌‘রাজ্জাক আংকেল আমাকে ‘তুই’ সম্বোধন করে কথা বলেন। দেখা হলে মা ছাড়া কথা বলেন না। মাথায় হাত বুলিয়ে দেন। তার পুরো পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। বছর তিনেক আগে তার জন্মদিনে আমি ঢাকায় ছিলাম। আগে থেকে না জানিয়ে ফুল নিয়ে তার বাসায় যাই। তিনি আমাকে দেখে চমকে যান। খুশি হন’।

শাবনূর বলেন, ‘আমি শ দুয়েক ছবিতে অভিনয় করেছি। বেশির ভাগ ছবিতে তাকে সহশিল্পী হিসেবে পেয়েছি। রাজ্জাক আংকেল বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক। তার তুলনা তিনি নিজেই। তার ছবি এখনো যখন দেখি, মুগ্ধ হই। আমার মা তার খুব ভক্ত। আমিও। ভবিষ্যতে আমার ছেলেও তার ভক্ত হতে বাধ্য’।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে