মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ০৪:০৬:৩৬

শুটিংয়ের মধ্যে অসুস্থ হয়ে আলোচিত সেই বিজেপি নেত্রীর মৃত্যু

শুটিংয়ের মধ্যে অসুস্থ হয়ে আলোচিত সেই বিজেপি নেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক: মারা গেছেন ভারতের হরিয়ানার সেই বিজেপি নেত্রী এবং অভিনেত্রী সোনালি ফোগট। স্থানীয় সময় সোমবার রাতে গোয়ায় মৃত্যু হয় তার। ৪১ বছর বয়সী সোনালি গতকাল নিজের কর্মীকে শারীরিক অস্বস্তির কথা জানিয়েছিলেন। 

এর পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ রক্ষা হয়নি। শুটিংয়ের কাজে দুই দিনের জন্য গোয়া গিয়েছিলেন সোনালি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুটিংয়ের মধ্যে অসুস্থ হয়ে আলোচিত সেই বিজেপি নেত্রীর মৃত্যু হয়।

দুঃসংবাদ পেয়ে সোনালি ফোগটের বাবা-মা হরিয়ানার ভুট্টান গ্রাম থেকে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। ২০১৬ সালে একটি ফার্ম হাউসে মৃত্যু হয়েছিল সোনালির স্বামী সঞ্জয় ফোগটের। ভারতে গত বিধানসভা নির্বাচনে হরিয়ানার আদমপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েও হেরে যান সোনালি। 

টিকটক তারকা হিসেবে খ্যাত সোনালি ফোগট বিগ বস ১৪-তে অংশ নিয়েছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। টুইটারে নিজের প্রোফাইল পিকচারও বদলেছেন তিনি। হরিয়ানার বিধানসভা নির্বাচনে সারা ভারতজুড়ে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। সূত্র : নিউজ ১৮।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে