বিনোদন ডেস্ক: চোখের কারিশ্মায় আলোচনায় এসেছিলেন ভারতের মালায়লম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়ার। সে সময় ভ্রু নাচিয়ে সৌজন্য বিনিময়, অতঃপর দুষ্টু ইশারায় চোখ মেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। এবার নতুন চমক নিয়ে আসছেন এই অভিনেত্রী।
জানা গেছে, মলিউড পরিচালক রঞ্জিত শঙ্করের ‘৪ বছর’-এ কেন্দ্রীয় চরিত্র গায়ত্রীর ভূমিকায় অভিনয় করবেন প্রিয়া প্রকাশ। প্রিয়া তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ক্রিন টেস্টের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমার পরবর্তী...গায়ত্রী।’
ভিডিওটিতে প্রিয়াকে সাধারণ চুড়িদার পোশাকে দেখা যাচ্ছে। ভিডিওটির মাধ্যমে ভক্ত জানিয়ে দিলেন নতুন চমক নিয়ে ফিরছেন প্রিয়া প্রকাশ। প্রসঙ্গত, প্রিয়ার পাইপলাইনে ‘কোল্লা’, ‘থ্রি মাঙ্কি’ এবং ‘ওরু নালপাথুকারান্তে ইরুপথোন্নুকারি’ সহ বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া