মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ০৪:৫০:০৬

নওয়াজুদ্দিনের এমন নতুন রূপ দেখে মুগ্ধ ভক্তরা

নওয়াজুদ্দিনের এমন নতুন রূপ দেখে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা। প্রতিবারই নতুন নতুন চমক নিয়ে হাজির হন ভক্তদের মধ্যে। এরই ধারাবাহিকতায় এবার মেয়ে রূপে হাজির হলেন এই গুণী অভিনেতা।

মঙ্গলবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ছবি। যেখানে অভিনেতাকে দেখা যায় এক মেয়ের রূপে। সেই ছবি দেখে রীতিমতো অবাক সবাই। নওয়াজুদ্দিনের এমন নতুন রূপ দেখে মুগ্ধ ভক্তরা। চেনার কোনো উপায় ছিল না এ নওয়াজকে। 

হুবহু যেন এক সুন্দরী রমণী। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, নির্মাতা অক্ষত অজয় শর্মার নতুন সিনেমা ‘হাড্ডি’তে দেখা যাবে অভিনেতাকে। তারই পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। সেই পোস্টারেই নওয়াজুদ্দিনের এমন নতুন রূপ ধরা পড়েছে। পোস্টারটি শেয়ারের সঙ্গে তা রীতিমতো ভাইরাল। 

এ সিনেমার পরিচালক অক্ষত অজয় শর্মা বলেন, ‘এ সিনেমায় ভক্তদের জন্য রয়েছে চমক। হাড্ডির মাধ্যমে নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা আশা করছি মোশন পোস্টারটি ভক্তদের আগ্রহ বাড়িয়ে দেবে। হাড্ডি টিম আর অপেক্ষা করতে পারছে না শুটিংয়ের জন্য।

নওয়াজুদ্দিন তার এমন চরিত্র নিয়ে বলেন, হাড্ডি এক নতুন চরিত্র। এর আগে এমন চরিত্রে কাজ করার সৌভাগ্য হয়নি। নানা রকমের চরিত্রে অভিনয় করেছি। তবে হাড্ডি চরিত্রটি একেবারেই আলাদা। এমন লুকে আমাকে আগে দেখা যায়নি। সিনেমার শুটিং শুরুর অপেক্ষায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে