বিনোদন ডেস্ক: বিগ বসের ঘর হোক বা সামাজিক মাধ্যমে নৃত্য যেকোনও স্থানে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন হরিয়ানার সিঙ্গার ও ডান্সার স্বপ্না চৌধুরী। এবার আইনের জালে জড়িয়েছেন গায়িকা। ২০১৮ সালে একটি অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল তার কিন্তু প্রতিশ্রুতি মতো সেই অনুষ্ঠানে হাজির হননি তিনি।
এমনকী এই অনুষ্ঠানের জন্য কথামতো অ্যাডভান্স পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি কিন্তু এরপরও সেই অনুষ্ঠানে পারফর্ম করেননি বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরী। কনট্রাক্ট ভাঙার জন্য ও অগ্রিম টাকা ফেরত না দেওয়ার কারণেই তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ঐ ইভেন্ট সংস্থা।
এরপরই তার বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট সংস্থা। তারপরই গায়িকার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শীঘ্রই লখনউয়ের এসিজিএম আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে। ঘটনাটি প্রায় ৪ বছরের পুরানো। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ২০১৩ সালের ১৩ অক্টোবর। স্বপ্নার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে ঐ ইভেন্ট সংস্থা।
তবে এই প্রথম নয়, এর আগেও ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি আর্থিক প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছিল জনপ্রিয় আইটেম ডান্সার স্বপ্না চৌধুরীকে। সে সময় ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর বি ধারায় দায়ের করা হয় অভিযোগ।
দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উয়িংয়ের তরফে স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তরফে স্বপ্নার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল অভিযোগ। স্বপ্নার পাশাপাশি তার মা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।
ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তরফে অভিযোগ করা হয়, স্বপ্নার সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। যে চুক্তি অনুযায়ী স্বপ্না তাদের কোম্পানির কথা ছাড়া কোনও কাজ করতে পারবেন না বলে স্থির হয়। স্বপ্নার হয়ে তারাই বিভিন্ন অনুষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করবে বলেও স্থির হয়।
ওই ট্যলেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করেও স্বপ্না তা ভেঙে ফেলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েও তা ফেরৎ দেননি বলেও করা হয় অভিযোগ। বিশ্বাসভঙ্গ এবং আর্থিক প্রতারণার অভিযোগেই স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট সংস্থা। সূত্র: জিনিউজ