বিনোদন ডেস্ক: লাল সিং চাড্ডা নিয়ে বলিউডকে বয়কটের দাবি যেমন তোলা হয়েছিল তেমনই জোড়াল হয়েছে ক্যানসেল কালচার। এই বিতর্কের মাঝেই বয়কট ট্রেন্ডকে আরও খানিকটা উসকে দিলেন আলিয়া ভাট। বলা ভালো আগুনে ঘি ঢাললেন গাঙ্গুবাঈ।
এক সাক্ষাৎকারে রণবীর ঘরণী আচমকাই বলে বসেন, "যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে দেখার দরকার নেই।" এরপরই নেটিজেনদের ট্রোলের শিকার হন অভিনেত্রী। আলিয়া ভাটের নতুন ছবি ব্রহ্মাস্ত্রকে বয়কটের দাবি তুলেছেন নেটিজেনদের একাংশ। আলিয়ার এক বেফাঁস মন্তব্যে বয়কটের কবলে পড়লো 'ব্রহ্মাস্ত্র'।
সোশ্যাল মিডিয়ায় বয়কট লাল সিং চাড্ডার পর এখন ট্রেন্ডিং-এ উঠে এসেছে বয়কট ব্রহ্মাস্ত্র বা বা বয়কট বলিউড। সাক্ষাৎকারে আলিয়ার সেই লাইন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এই ক্লিপিং দেখেই বেজায় চটেছেন নেটবীসরা। আলিয়ার এই উদ্ধত্তকে মেনে নিতে নারাজ নেটপাড়ার সদস্যরা।
সেই জন্যই তার নতুন সিনেমা ব্রহ্মাস্ত্রকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন নেটিজেনরা। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "বয়কট বলিউড ট্রেন্ড চালু হওয়ার ফলে তারকারা তাদের বুদ্ধি জলাঞ্জলি দিয়েছে। তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে ডিয়ার আলিয়া।"
অন্য এক নেটিজেন লেখেন, "কারিনা কাপুরের থেকে অনুপ্রাণিত হয়ে আলিয়া এই কথাগুলি বলছে। কারিনার মতো করেই আলিয়া বলছে আমি তো মুখের কথা দিয়ে নিজেকে রক্ষা করতে পারব না। তাই যদি আমাকে ভালো লাগে তাহলে আমার ছবি দেখবেন।" আলিয়া যেমন অকপটে বলেছেন তাঁর ছবি ভালো না লাগলে দেখতে হবে না, নেটিজেনদের মধ্যে একজন প্রকাশ্যে সেই সেই চ্যালেঞ্জকে গ্রহণও করেছেন।
লাল সিং চাড্ডা মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় কারিনা কাপুরের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে কারিনাকেও ঠিক একই কথা বলতে শোনা গিয়েছিল। ছবি মুক্তির আগে বেবোর সেই ক্লিপিং দেখে বেজায় চটেছিলেন নেটিজেনরা। কারিনার সুরে সুর মিলিয়ে আলিয়ার মুখেও সেই একই বুলি শুনে ক্ষেপেছেন নেটিজেনরা। এরপরই ব্রহ্মাস্ত্রকে বয়কট করার দাবি জনানো হয়েছে।