বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১২:৩০:২৮

হৃদয় খানের চমক এবার লঙ্কান সুন্দরী

হৃদয় খানের চমক এবার লঙ্কান সুন্দরী

বিনোদন ডেস্ক : সংগীতাঙ্গনের তারুণ্যের ক্রেজ হৃদয় খান বেশ চমক নিয়ে আসছেন তার নতুন মিউজিক ভিডিওতে। ‘ফিরে তো পাবো না’ এই গানের মিউজিক ভিডিওর মডেল তিনি নির্বাচন করেছেন শ্রিলঙ্কান সুন্দরী মারিয়া ইউসেফোভানাকে।

মারিয়া শ্রীলংকার প্রথমসারির মডেল ও অভিনেত্রী। তিনি ২০১২ সালে ‘সেরি মিস শ্রীলংকা অনলাইন-২০১২’, ফেস অব কলম্বো ফ্যাশন উইক-২০১৪’ অ্যাওয়ার্ডসহ আরো বেশ কটি অর্জন আছে করেছেন।

মারিয়া মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনা, টিভি নাটকেও অভিনয় করেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশী মিউজিক ভিডিওতে কাজ করছেন এই লঙ্কান সুন্দরী।

হৃদয় খানের গানটির সুর-সংগীত করেছেন শ্রীলঙ্কান সংগীত পরিচালক রাজ থিলাইয়ামপালাম। বর্তমানে শ্রীলংকায় গানের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হৃদয় খানসহ টিমের অন্যান্য সদস্যরা।  
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে