বিনোদন ডেস্ক: সম্প্রতি আলিয়া ভাটকে ‘মোটা’ বলে বেশ বিপাকে পড়েছেন রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে বেশ সমালোচনা শুরু হয় রণবীরকে নিয়ে। তবে বিষয়টি নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছে কথাটি স্রেফ 'মজা' ছলে বলেছেন বলে জানান তিনি।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ইউটিউবের একটি লাইভে এসে আলিয়ার বেবি বাম্পের দিকে তাকিয়ে 'মোটা' বলে মন্তব্য করেন রণবীর। আর তাই 'ব্রহ্মাস্ত্র'র সিনেমার প্রচারণার জন্য এসএস রাজামৌলি ও নাগার্জুনার সঙ্গে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে রণবীর বলেন, ''প্রথমেই এটা বলে নেই, আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। আমি মজা করে বলেছিলাম কথাটা। যদিও তাতে কারো হাসি পায়নি। হয়েছে উল্টোটা। এতে আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি সত্যি ক্ষমা চাইতে চাই। কারণ এটা আমার উদ্দেশ্য ছিল না।''
তিনি বলেন, ‘‘আমার উদ্দেশ্যে ছিল মজা করা, সেটা আমার স্ত্রীর সঙ্গে। তাই বিষয়টি কেউ খারাপ ভাবে নিবেন না দয়া করে।” প্রসঙ্গত ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তি পেতে যাচ্ছে ৯ সেপ্টেম্বরে। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও নাগার্জুনা।