বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে অভিনেত্রী আথিয়া শেট্টির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এবার সেই সম্পর্ক নিয়ে খোলাখুলি ভাবে মতামত জানালেন আথিয়ার বাবা সুনীল শেট্টি।
তিনি বললেন, বাবা হিসাবে আমি চাই তাড়াতাড়ি মেয়ের বিয়ে হয়ে যাক। কিন্তু খেলার সূচির মধ্যে থেকে সেরকম সময় বের করতে পারছে না রাহুল। তার এই বক্তব্যের পরে রাহুল এবং আথিয়ার সম্পর্কে সিলমোহর পড়ে গেল বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল।
প্রায় বছর তিনেক ধরে ডেট করছেন রাহুল এবং আথিয়া। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, টি-২০ বিশ্বকাপের আগেই তাদের চারহাত এক হতে চলেছে। কিন্তু সেই জল্পনা কার্যত উড়িয়ে দিয়েছেন সুনীল শেট্টি।
তিনি বলেছেন, “ছেলেমেয়েরা যখন ঠিক করবে, সেই সময়েই বিয়ে হবে। রাহুল খুব ব্যস্ত হয়ে পড়বে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। দুইজন যখন সময় পাবে তখন বিয়ে হবে। একদিনের মধ্যেই তো বিয়ে হয়ে যেতে পারে না, তাই না?”
তারপরেই বাবা হিসাবে নিজের দায়িত্বের প্রসঙ্গ টেনে এনেছেন সুনীল। তিনি বলেছেন, “বাবা হিসাবে তো আমি চাই মেয়ের বিয়ে হয়ে যাক। কিন্তু ক্যালেন্ডার দেখে তো ভয় লাগে। হয়তো মাঝখানে দু-এক দিনের ছুটি পায় ওরা। দুই দিনের মধ্যে কী করে বিয়েকরা সম্ভব? তাই আমি এটাই বলতে চাই, যখন সময় পাওয়া যাবে, সেই সময়েই বিয়ের পরিকল্পনা করব।”
প্রসঙ্গত, খুব ধুমধাম করেই বিয়ে করার পরিকল্পনা রয়েছে রাহুল এবং আথিয়ার। তবে ডেস্টিনেশন ওয়েডিং নয়, মুম্বাইতেই বিয়ে সারবেন তারা। কিছুদিন আগেই আথিয়ার এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছিল, তিন মাসের মধ্যেই বিয়ে করতে চলেছেন রাহুল এবং আথিয়া।