বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ০৪:১৮:২৬

হিলারি ক্লিনটনকে বড় ব্যবধানে হারালেন কিম কার্দাশিয়ান

হিলারি ক্লিনটনকে বড় ব্যবধানে হারালেন কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক: হলিউড তারকা কিম কার্দাশিয়ানের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরে গেলেন আমেরিকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিলারি ক্লিনটন। সম্প্রতি একটি 'আইনি জ্ঞান' কুইজে অংশ নিয়ে সেই প্রতিযোগিতায় তিনি হেরে যান। 

আমেরিকার সাবেক রাষ্ট্রসচিব হিলারি এবং চেলসি ক্লিনটনের নতুন ডকুমেন্টারি সিরিজ 'গুটসি'তে হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন কিম কার্দাশিয়ান। হিলারি একজন সাবেক অনুশীলনকারী আইনজীবী এবং একটি আইন ফার্মের অংশীদার।

আরেক প্রতিযোগী হলিউড তারকা কিম কার্দাশিয়ান নিজেও একজন আইনের ছাত্রী। নিজের পরাজয়ের পর হিলারি সেই পর্বের প্রিভিউতে বলেছেন, 'আমি মনে করি কিমের একটি অন্যায্য সুবিধা আছে।' তবে কুইজমাস্টার চেলসি এর বিপরীতে যুক্তি দিয়ে বলেছেন, 'কিম আপনার চেয়ে সম্প্রতি বেশি পড়াশোনা করেছে৷'

মা'রা'ত্মক ব'লপ্রয়ো'গ, চাঁ'দাবা'জি এবং ডা'কাতির মধ্যে পরিবর্তনশীলতা এবং আরো অনেক জরুরি প্রশ্ন নিয়ে অনুষ্ঠিত এই কুইজে কিম কার্দাশিয়ান ১১-৪-এর বড় ব্যবধানে জয়ী হন রাজনৈতিক মোড়ল হিলারির বিরুদ্ধে।

নিজের হারের ব্যাপারে হিলারি ক্লিনটন বলেন, ‘ওহ, এটা হৃদয়বিদারক ছিল!’ তবে তিনি কিমের জয়ী হওয়ার ব্যাপারে প্রশংসাও করেছেন এবং বলেছেন যে কিম সত্যিই কঠোর পরিশ্রম করেছে।

নিজের বিজয় প্রসঙ্গে কিম বলেন, ‘আমি যখনই আমার ফলাফল খুলেছি তখন আমার বাচ্চারা সেখানে ছিল। তাই তারা আমাকে কাঁদতে দেখেছে। তবে শেষবার তারা আমাকে সুখের কান্না করতে দেখেছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে