বিনোদন ডেস্ক: "সুকেশ চন্দ্রশেখরের থেকে তো নোরা ফতেহিও উপহার নিয়েছে। তাহলে দোষের ভাগীদার আমি একা কেন হব?" প্রশ্ন তুললেন ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় ইডির চার্জশিটে অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্ডেজ।
বৃহস্পতিবার ইডির সামনে এমন প্রশ্নই তুলেছেন সিংহল সুন্দরী। জ্যাকুলিনের দাবি বহু সেলিব্রিটিই সুকেশের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও উপহার নিয়েছেন। তাহলে শুধু তাকেই কেন দোষী সাব্যস্ত করা হচ্ছে। এমন বেফাঁস মন্তব্য করে এবার নোরা ফাতেহিকে ইডির জালে ফাঁসিয়ে দিলেন জ্যাকুলিন।
অভিনেত্রীর সংযোজন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে উপহার নিয়েছি তার পিছনে অনেক অজানা কাহিনি রয়েছে। আমাকে জোর করা হয়েছিল এই উপহারগুলি নেওয়ার জন্য। আমি ছাড়াও যারা এই উপহারগুলি নিয়েছে তাদেরকেও এই মামলায় সামিল করা হোক।"
উল্লেখ্য, এই ঘটনায় নোরা ফতেহিকেও জিজ্ঞাসাবাদ করেছেন ইডি। জ্যাকুলিনের মতে, "আমি সুকেশ চন্দ্রশেখরের উপহার এবং 'রাজনৈতিক ক্ষমতার' প্রভাবে প্রতারিত একজন মহিলা। আমার যে ক্ষতি হয়েছে তা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না।"
জ্যাকলিন ফার্নান্ডেজের ৭.২ কোটি টাকার ফিক্সড ডিপোজিট নিয়ে অভিনেত্রীর সংযোজন, "আমার ফিক্সড ডিপোজিটের টাকার সঙ্গে অনৈতিক কাজের কোনও সংযোগ নেই। এটা সম্পূর্ণ আমার কষ্টের উপার্জনের টাকা। এই টাকা যখন আমি ফিক্সড করেছিলাম তখন আমার জীবনে সুকেশ চন্দ্রশেখরের কোনও অস্তিত্বই ছিল না।’
সিংহল সুন্দরী আরও বলেন, ‘সে সময় আমি এই নামের কোনও ব্যক্তিকে চিনতামই না। পৃথিবীতে যে এই নামের কোনও ব্যক্তির অস্তিত্ব আছে সেটাই আমার অজানা ছিল। তাই ফিক্সড ডিপোজিটের সঙ্গে সুকেশ বা অনৈতিক কাজের কোনও সংযোগ নেই।"