বিনোদন ডেস্ক: করণ জোহরের কফি কাউচ মানেই সেখানে কোনও রাখঢাক করে কথা বলা যাবে না। কোনও সেলেব্রিটি যদি নিজেদের কোনও কিছু গোপন করতে চায় তাও সম্ভব নয়। পেটের কথা কী ভাবে বের করে আনতে হয় সেই পদ্ধতি খুব ভালো করে জানেন সঞ্চালক করণ জোহর।
কফি উইথ করণ সিজন ৭-এর নতুন এপিসোডে কিয়ারা আডবাণীর প্রেম থেকে বিয়ে সবটাই আলোচনা হবে। কিন্তু, মজার ব্যাপার তার ভবিষ্যৎ প্রজন্ম নিয়েই পরিকল্পনা শুরু করে দিয়েছেন করণ জোহর। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন।
কফি কাপে আড্ডা চলার সময় করণ অকপটে কিয়ারাকে বলে দিলেন, তার আর সিদ্ধার্থের সন্তান কেমন দেখতে হবে। প্রসঙ্গত, সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে কিয়ারা তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সেই সময় কিয়ারার পাসে বসে এই এপিসোডের অন্য অতিথি শাহিদ কাপুর কমেন্ট করেন, গুড লুকিং।
তারপরই করণ বলে উঠেন, তাহলে তো ওদের সন্তানও বেশ গর্জাস হবে। করণের কফি কাউচে কিয়ারা রয়েছে আর তার প্রেমের গল্প হবে না, এমনটা কি কখনও সম্ভব? নিশ্চয়ই না। করণের সঙ্গে কফি আড্ডায় সিডের সঙ্গে প্রথম দেখার সেই মুহূরতটাও শেয়ার করলেন কিয়ারা।
অভিনেত্রী জানান, সেই রাত কখনও ভুলবেন না। কোন রাতের কথা বলছেন কিয়ারা, জেনে নেওয়া যাক। কিয়ার বলেন, "আমি আর সিদ্ধার্থ একে অপরকে অনেকদিন ধরেই চিনতাম। শেরশাহ শ্যুটিং-এর ব়্যাপ আপ পার্টি থেকে কথাবার্তা শুরু হয়। সেই সময় জাস্ট কোস্টার হিসাবেই কথা হয়েছিল।"
কিয়ারার কথা শুনে শাহিদ বেশ সিরিয়াস হয়ে বলেন, "এটা শুনে খুব ভালো লাগল যে তুমি তোমাদের প্রথম সাক্ষাৎ-এর মুহূর্তটা এত সুন্দর করে মনে রেখেছো।" শাহিদের কথা শুনে পালটা উত্তরে কিয়ারা বলেন, "অফ কোর্স, আমি কোনওদিন সেই রাতের কথা ভুলব না।"