বিনোদন ডেস্ক: রণবীর শোরে। ভিডিও জকি পেশার মাধ্যমে কর্মজীবন শুরু তার। ২০০২ সালে বলিউডে পা রাখেন তিনি। মনীষা কৈরালার মতো অভিনেত্রীর সঙ্গে 'এক ছোটিসি লাভ স্টোরি' ছবিতে প্রথম কাজ করার সুযোগ পান রণবীর।
এরপর একে একে 'খোসলা কা ঘোসলা', 'প্যার কে সাইড এফেক্টস', 'ভেজা ফ্রাই', 'হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড' প্রভৃতি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
বহু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণবীর। বারবার তিনি প্রমাণ করেছেন, সব রকম চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তুলতে পারেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের এক অন্ধকার অধ্যায় বলিপাড়ায় যেমন তার পরিচিতির উপর প্রভাব ফেলছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তার কেরিয়ারও।
এর জন্য অভিনেতা দায়ী করেছেন ভাট্ট পরিবারকে। কঙ্কনা সেনশর্মাকে বিয়ে করার আগে রণবীরের সঙ্গে সম্পর্ক ছিল মহেশ-কন্যা পূজা ভাট্টের। সম্পর্কে থাকাকালীন কাদা ছোড়াছুড়িও হয়েছে অনেক। শুধু চার দেওয়ালের মধ্যে নয়, বান্দ্রার পুলিশ স্টেশন অবধিও যেতে হয় এই জুটিকে। সঙ্গে ছিলেন মহেশ ভাট্টও।
পূজার অভিযোগ, রণবীর নাকি ম’ত্ত অবস্থায় তাকে মারধর করতেন। রণবীর জানিয়েছেন, লিভ-ইন সম্পর্কে থাকাকালীন মাঝেমধ্যেই ম’দ্যপান করতেন দুইজনে। তখনই শুরু হত ঝামেলা। শুধু তাই নয়, রণবীরের দাবি, তিনি কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পেলে সেই ছবির পরিচালক অথবা প্রযোজকের কাছে গিয়ে তার বিরুদ্ধে পূজা এবং মহেশ মিথ্যা কথা বলতেন।
ভাট্ট পরিবার কোনও ভাবেই যুক্ত নন এমন ছবির কাজেও নাকি বাধা আসত রণবীরের। আর বড়পর্দায় কাজ করার সুযোগ পাবেন না ভেবে ছোটপর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ে সঞ্চালক হিসাবে কাজ করতে শুরু করেন তিনি। দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও পূজার সঙ্গে বিচ্ছেদের পর হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
রণবীর এই প্রসঙ্গে জানান, ভাট্ট পরিবার প্রভাবশালী। নিজেদের পরিবারের মেয়েকে বাঁচাতে তাই রণবীরকেই দোষ দিয়েছেন মহেশ। রণবীর নাকি অতিরিক্ত পরিমাণে ম’দ্যপান করেন। এমনকি, ম’ত্ত অবস্থায় সেটে ঝামেলাও করেন এমনই মন্তব্য করেছেন মহেশ।
রণবীরের আক্ষেপ, তার কাছে কেউ কখনও সত্যি জানতে চাননি। মহেশ ও পূজা যা বলেছেন তাই বিশ্বাস করেছেন সকলে। রণবীরের দাবি, তিনি ও পূজা যখন একসঙ্গে ম’দ্যপান করতেন তখন পূজা প্রতি মুহূর্তে রেগে যেতেন, অশান্তি করতেন। তিনি পূজার সামনে থেকে চলে যাওয়ার চেষ্টা করলে সমস্যা নাকি আরও বাড়ত।
এই সত্য ঘটনাগুলি প্রকাশ্যে এলে ভাট্ট পরিবারের সম্মানে দাগ লাগতে পারে, তাই প্রতিশো’ধ নিতে তার কেরিয়ার শেষ করতে তৎপর হয়ে উঠেছেন বাবা ও মেয়ে, অভিযোগ রণবীরের। তিনি বলেন, মহেশ ও পূজা ভাট্ট মিলে আমার কেরিয়ার শেষ করে দিয়েছে।