বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৩:০৫:৫০

কার সাথে ক্যাটরিনা কাইফ এনগেজড?

কার সাথে ক্যাটরিনা কাইফ এনগেজড?

বিনোদন ডেস্ক : যখন বলিউডজুড়ে রণবীর আর ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে চলছে তুমুল আলোচনা তখন নতুন করে খবর রটেছে ক্যাটরিনা এনগেজড!

এমন খবর যখন চারিদিকে ছড়াচ্ছে তখন প্রশ্ন উঠেছে রণবীরের সাথে ক্যাটরিনার বিচ্ছেদ, এটা কি কেবল আলোচনায় থাকার জন্য? আর যদি তা না হবে, তবে কার সাথে এনগেজড হলো ক্যাটরিনার?

সম্প্রতি ‘ফিতুর’ সিনেমার প্রচারণার জন্য একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এ সময় ক্যাটের সঙ্গে ‘ফিতুর’ সিনেমায় তার সহ-অভিনেতা আদিত্য রয় কাপুরও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এ অভিনেত্রীর হাতে একটি আংটি দেখা যাওয়ার পরই এ গুঞ্জন শুরু হয়েছে। তার বাম হাতের অনামিকাতে একটি আংটি দেখা যায়। যা কিছুদিন আগে ক্যাটরিনা যখন মুম্বাই ম্যারাথনে অংশ নিয়েছিলেন তখন তার আঙুলে আংটি ছিল না।

এরপরই প্রশ্ন উঠেছে আসলেও রণবীরের সঙ্গে ক্যাটের ছাড়াছাড়ি হয়েছে কিনা? নাকি সবই লোক দেখানো এবং শুধুমাত্র আলোচনায় থাকার জন্যে?

এদিকে রণবীরের সঙ্গে ছাড়াছাড়ি প্রশ্নে ক্যাটরিনা জানিয়েছেন, ‘অনেক সময় এমন হয় যখন আপনি আপনার হৃদয়ের সব কথা খুলে বলতে চান। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ব্যক্তিগত বিষয় বেশি না বলে কাজের সম্পর্কে বেশি বলাই ভালো। কারণ দিন শেষে আপনি চান আপনার কাজ আপনার কথা বলবে এবং কাজের মাধ্যমেই আপনার পরিচয় হবে।’

ক্যাটরিনা এখন ব্যস্ত ‘ফিতুর’ সিনেমার প্রচারণা নিয়ে। পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিং করছেন তিনি। তবে, শুটিং সেটে তারা একে অপরকে এড়িয়ে চলছেন এবং  দু’জন আলাদা ভ্যানিটি ভ্যানে করে আসা যাওয়া করছেন।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে