বিনোদন ডেস্ক : এবার ৮ম অ্যানুয়াল সর্টি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে তিনি ‘কোয়ান্টিকো’ টিভি শোয়ে অভিনয়ের জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ডে জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।
অ্যানুয়াল সর্টি অ্যাওয়ার্ড টুইটার, ফেসবুক, টামব্লার, ইউটিউব এবং ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগেরমাধ্যমে সবচেয়ে ভালো কনটেন্টগুলো বিবেচনা করে এ পুরস্কার প্রদান করা হয়। ২০০৯ সাল থেকে শুরু হয় এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
এদিকে হলিউডে পদার্পণের পর একের এক সাফল্যে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। এরমধ্যে তিনি বিশ্বখ্যাত রেসলার দ্য রকখ্যাত ডুয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
৩৩ বছর বয়সি প্রিয়াঙ্কা চোপড়ার সামাজিক যোগাযোগেরমাধ্যমে অনেক ভক্ত রয়েছে। তবে, সেরা অভিনেত্রীর খেতাব জিততে হলে তাকে প্রতিযোগিতা করতে হবে অ্যামান্ডলা স্টেনবার্গ, কারা ডেলেভিঙ্গনে, এলিজাবেথ ব্যাঙ্কস, গাবোরে সিডিবে, কেরি ওয়াসিংটন, মাইসেয়ি উইলিয়ামস, অলিভিয়া ওয়াইল্ড, রেসে হুইদারস্পুন, তারাজি পি হ্যানসন, উজো অদুবা এবং জেন্দায়ার মতো তারকাদের সঙ্গে।
এখন দেখার বিষয় ৮ম অ্যানুয়াল সর্টি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কারটি তার ঝুলিতে উঠে কি না। প্রিয়াঙ্কা ভক্তরা অবশ্য আশা করছেন তিনিই পাবেন ৮ম অ্যানুয়াল সর্টি অ্যাওয়ার্ড।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন