বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৪:১৮:২২

‘আমি আবারও সানি লিওন হয়েই জন্মাতে চাই’

‘আমি আবারও সানি লিওন হয়েই জন্মাতে চাই’

বিনোদন ডেস্ক : অতীত জীবন নিয়ে মোটেও লজ্জিত নন সানি লিওন। বরং তিনি বলেছেন, ‘অামি আমার জীবনকে ভালবাসি। পরের জন্মেও আমি সানি লিওন হয়ে জন্মাতে চাই’।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার অতীত জীবন নিয়ে খোঁচার পরিপ্রেক্ষিতে এ ভাবেই তার মতামত ব্যক্ত করেছেন সানি লিওন। শুধু তাই নয়, এত সহজে যে দুর্বল হওয়ার পাত্রী তিনি নন তাও বুঝিয়ে দিলেন।

পাশাপাশি তার বক্তব্য, নিজের বোল্ড ইমেজের বাইরেও তার পরিচয় আছে। তিনি আসলে অন্য এক সানি লিওন। যে বাস্তবে লাজুক প্রকৃতির। সানি বলেন, ‘আমার সঙ্গে কেউ পাঁচ মিনিট মিশলেও বুঝতে পারবেন তারা যা ভাবে আমি আসলে তা নই।’

সম্প্রতি এক ইন্টারভিউয়ে সানিকে তার অতীত লাইফ নিয়ে প্রশ্ন করা হয়। বিতন্কীত সম্বোধন করে জানতে চাওয়া হয়েছিল অতীত তাড়া করে বেড়ায় কি না? উত্তরে অবশ্য সানি এতটুকু রাগ দেখাননি প্রকাশ্যে। খুব সংযত থেকেই তিনি এর উত্তর দিয়েছিলেন।

সানি বলেছিলেন, ‘যা করেছি বেশ করেছি। আমি ওসব নিয়ে ভাবিই না।’ কিন্তু সানির অতীত জীবন নিয়ে খোঁচা দেওয়ার জন্য সানির পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বড় অংশ।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে